॥ নিজস্ব প্রতিবেদক ॥ দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তায় নেমেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের সহধর্মিনী হাসিনা মমতাজ ও পুলিশ সুপারের সাঈদ তারিকুল হাসানের সহধর্মীনি আজুবা সুলতানা মনি। তারা আজ যৌথ ভাবে রাঙ্গামাটির কয়েকটি আশ্রয় কেন্দ্রে গিয়ে মহিলাদের স্যানিটারি নেপকিন, সাবান, বাঙ্গালীদের জন্য শাড়ি, চাকমাদের জন্য থামি প্রদান করেন।
এসময় হাসিনা মমতাজ ও আজুবা সুলতানা মনি আশ্রয় কেন্দ্র গুলো ঘুরে ঘুরে দেখেন আশ্রয় কেন্দ্রে আশ্রিত শিশু প্রত্যেকদের হাতে একটি বিস্কুটের প্যাকেট এবং পুরুষদের মাঝে একটি প্লেট এবং একটি করে গ্লাস বিতরণ করেন।
ত্রাণ বিতরণ কালে তারা দুর্গতদের সাথে কথা বলে শান্তনা দেন। তারা বলেন, দুসময়ে সাহস হারাবেন না। সাহতের দূর্যোগকে মোকাবেলা করতে হবে। যারা নিহতদের হয়েছে তাদের পরিবারের সাথে কথা বলেন এবং তাদের যাতে যথাযথ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া হয় তার জন্য জেলা প্রশাসনকে জানানো হবে বলে তারা নিশ্চিত করেন।
এই তারা সকলকে স্বাস্থ্য সম্মত ভাবে খাবার দাবার গ্রহণ সহ বিভিন্ন কাজ করার জন্য পরামর্শ প্রদান করেন।
এ সময় রাঙ্গামাটি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ ও রাঙ্গামাটি জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।