চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, রোজা আমাদের সংযম সততা ত্যাগ ও মানবিকতা শিক্ষা দেয়। রোজার শিক্ষায় আলোকিত হয়ে আমরা সমাজের গরিব ও অসহায়দের পাশে দাঁড়াতে শিখি। কিন্তু অনেকেই রোজার শিক্ষা জানলেও তা কাজে বাস্তবায়ন করে না। তাই আমাদের উচিত রোজার প্রকৃত শিক্ষা অনুধাবন করে সে মোতাবেক আমল করা। তিনি আজ নগরীর আগ্রাবাদস্থ একটি হোটেলে বাংলাদেশ নিউজ এজেন্সী (বিএনএ) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। বিএনএ সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন এর সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি কলিম সারোয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংবাদিক জসিম চৌধুরী সবুজ, মোস্তফা নঈম, নাজিম উদ্দিন শ্যামল, চৌধুরী ফরিদ, মাখন লাল সরকার প্রমূখ বক্তৃতা করেন। ইফতার মাহফিলে দেশ জাতি ও মুসলিম উম্মাহ’র শান্তি ও সমৃদ্ধি কমনা করে বিশেষ মোনাজাত করা হয়।