শিরোনাম
প্রচ্ছদ / গণমাধ্যম / লংগদুতে অগ্নি সংযোগের ঘটনায় পাহাড়িদের পক্ষ থেকে আরো একটি মামলা

লংগদুতে অগ্নি সংযোগের ঘটনায় পাহাড়িদের পক্ষ থেকে আরো একটি মামলা

॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটির লংগদুতে পাহাড়িদের বাড়িঘরে ূঅগ্নি সংযোগের ঘটনায় পাহাড়িদের পক্ষ থেকে ৯৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০০ জন কে আসামী করে লংগদু থানায় আরো একটি মামলা হয়েছে। তিনটিলা গ্রামের বাসিন্দা কিশোর চাকমা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ দিকে পুলিশের দায়ের করা মামলায় এ পর্যন্ত ২৪ জনকে গেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১৫ জনকে রাঙ্গামাটির জুডিশিযাল ম্যাজিষ্ট্রেট ঝুমু সরকারের আদালতে হাজির করে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করে। আদালত প্রত্যেকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।
পুলিশের মামলার গ্রেফতার কৃত অন্যতম আসামী ইসমাইল হোসেন ২ জুন লংগদুর অগ্নিসংযোগের ঘটনায় স্বীকারোক্তি মুলক জবান বন্দী দিয়েছে। এদিকে রাঙ্গামাটিতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিসদের ডাকা পূর্ন দিবস হরতাল শান্তি পূর্ন ভাবে পালিত হয়েছে।
গত ১ জুন খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের যৌথ খামার এলাকা থেকে ভাড়ায় মোটরসাইকেল চালক রাঙ্গামাটির লংগদুর যুবলীগ নেতার নয়নের লাশ উদ্ধার হয়। এ ঘটনার জেরে গত ২ জুন লংগদুতে দুই শতাধিক পাহাড়িদের বাড়ীঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় প্রায় ২ শতাধিক বাড়ীঘর ক্ষতিগ্রস্থ হয়।

পড়ে দেখুন

‘সম্পর্ক এগিয়ে নিতে একমত হয়েছেন হাসিনা-মোদি’

॥ গিরিদর্পণ ডেস্ক ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশ-ভারত …