মোহাম্মদ ফিরোজ, সৌদিআরব প্রতিনিধি : ৪১৯ জন হজ্জযাত্রী নিয়ে জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তজাতিক বিমান বন্দরের হজ্জ টার্মিনালে এসে পৌঁছেন বাংলাদেশের প্রথম হজ্জ ফ্লাইট বিজি-১০১১ জেদ্দা বিমান বন্দরে
২৪ শে জুলাই ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দায় : কিং আব্দুল আজিজ আন্তজাতিক বিমান বন্দরের হজ্জ টার্মিনালে পৌঁছালে হজ্জ যাএীদের উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল এফ. এম বোরহান উদ্দীন, সৌদি হজ্জ মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল ইঞ্জিনিয়ার মারওয়ান সুলাইমানী, দক্ষিণ এশিয়ান হজ্জ অফিসের চেয়ারম্যান ডক্টর রাফাত বদর, জেদ্দা বিমান বন্দরের সিবিল এভিয়েশনের উদ্দ্যতম কর্মকর্তা সহ বাংলাদেশ হজ্জ অফিস বিমান বন্দরের অফিসার আনোয়ার হোসেন সহ দুতাবাস কনস্যুলেটের উদ্যতম কর্মকর্তা বৃন্দ উপস্তিত ছিলেন। কনসাল হজ মাকসুদুর রহমানসহ এছাড়া কাউন্সিলর মোঃআমিনুল ইসলাম কাউন্সিলর আজিজুর রহমান, বাংলাদেশ বিমানের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ আলী ওসমান নুর সোনালী ব্যাঙ্ক প্রতিনিধি কনস্যুলেট কর্মকর্তাগণসহ সৌদি পদস্থ কর্মকর্তাগণ হজযাত্রীদের অভ্যর্থনায় জানান ।
প্রথম ফ্লাইটে আসা হজযাত্রীগণকে সৌদি সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে খেজুর জায়নামাজ ও তসবিহ তুলে দেয়া হয়। উষ্ণ অভ্যর্থনায় হজযাত্রীগণ
আনন্দিত হন এবং খুশী মনে উপহার গ্রহণ করেন।এবার এক লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ করার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন
১০ হাজার বাংলাদেশি। বাকি এক লক্ষ ১৭ হাজার ১৯৮ জন যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়।
কনসাল হজ মাকসুদুর রহমান জানিয়েছেন বাংলাদেশ থেকে আগত সকল হজযাত্রীগণের জন্যে ইতিমধ্যে বাড়িভাড়া হয়েছে এবং হজ পালনের সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। এদিন আরও তিনটি ফ্লাইটে আজ হজযাত্রীরা সৌদি আরবে আসবেন বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
আজ সোমবার সকাল ১১টা ৪৫ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে বিমানের ফ্লাইট বিজি-৩০১১ আসেন । রাত ১০ টায় দিত্বীয় ফ্লাইট বিজি ৫০১১ ফ্লাইটে জেদ্দা আসবে ৪১৯ জন। এছাড়া নিয়মিত ফ্লাইট বিজি-০০৩৫ রাত ১১ টা ৫০মিনিটে তৃতীয় ফ্লাইট আসবে ।
বিমান ১৭৭টি ডেডিকেটেড এবং ৩৩টি শিডিউল ফ্লাইটে ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী পরিবহন করবে। আর ১৬৯টি ডেডিকেটেড ও ৩০টি শিডিউল ফ্লাইটে বিমান সৌদি থেকে হজযাত্রীদের বাংলাদেশে নিবেন । সৌদি এরাবিয়ান এয়ারলাইনস সবগুলো ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে বাকি ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী পরিবহন করবে।
গত কয়েক বছরের মত এবারও জমজমের পানি আগেই বাংলাদেশে আনা হবে। হজযাত্রীরা ফিরে এলে বিমানবন্দরে তাদের হাতে পাঁচ লিটার করে পানি তুলে দেওয়া হবে ।
এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে প্যাকেজ-১ এর আওতায় তিন লাখ ৮১ হাজার ৫০৮ টাকা এবং প্যাকেজ-২ এর আওতায় তিন লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা ।