॥ কাউখালী প্রতিনিধি ॥ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুই প্রু চৌধুরী বলেছেন, জয়বাংলা শ্লোগান দিয়ে দৌড়ালে আওয়ামীলীগের কর্মী হওয়া যাবেনা। প্রকৃত কর্মী হতে হলে ত্যাগ স্বীকার করতে হবে। তিনি বলেন আওয়ামীলীগ একটি প্রতিষ্ঠানের নাম। এ সংগঠন অনেক ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামীলীগে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। তিনি বলেন, অসম্প্রদায়িক পার্বত্য চট্টগ্রাম উপহার দিতে পাহাড়ী বাঙ্গালী ভেদাভেদ ভুলে এক সাথে কাজ করতে হবে। তিনি দলকে তৃনমুল পর্যায়ে শক্তিশালী করে আগামী নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান।
দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে কাউখালীর ৩নং ঘাগড়া ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামীলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বিকাল ৩টায় কাউখালীর মিনি মার্কেটস্থ দলীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংসুই প্রু চৌধুরী এ কর্মসূচীর উদ্বোধন করেন।
ঘাগড়া ইউনিয়ন আওময়ামীলীগের সভাপতি রঞ্জন মনি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস.এম চৌধুরী, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা, মুক্তিযোদ্ধা মিলন কান্তি পালিত, সাধারণ সম্পাদক এরশাদ সরকার, যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন, শামসুদ্দোহা চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সিরাজ উদ্দিন কাউছার।