॥ মোহাম্মদ আবু তৈয়ব, খাগড়াছড়ি ॥ ভীমরুলের কামড়ে গুরুতর আহত হয়েছে পানছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। মঙ্গলবার (৮আগষ্ট) সকাল ১০টার দিকে পানছড়ি উপজেলা পরিষদ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন। জানা যায়, সকাল ১০টার দিকে ইউপি চেয়ারম্যানসহ উপজেলা পরিষদ মাঠ এলাকা অতিক্রম করার সময় ভীমরুলর দল দু’জনের উপর অতর্কিত আক্রমন করে।
এ সময় ভীমরুলের কামড়ে ইউএনও গুরুআহত হয়ে পড়লে সাথে সাথে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। জরুরী বিভাগের চিকিৎসক ডা. ইমরান জানান, ব্যাথার ইনজেকশান, ভ্যাকসিন, এন্টিবায়োটিক দেয়া হয়েছে এবং চিকিৎসা চলছে। তিনি আরো জানান, ভীমরুলের কামড় খুবই বিপদজনক। এর ফলে পুরো শরীরে ঝিম ঝিম ব্যাথা অনুভব ও জ্বর চলে আসে। ইউপি চেয়ারম্যান নাজির হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।