॥ নিজস্ব প্রতিবেদক ॥ পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ প্রবীন সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ পবিত্র হজ্বযাত্রার উদ্দেশ্যে রওনা হয়েছেন। মঙ্গলবার (১আগষ্ট) সকালে তিনি রাঙ্গামাটি নিজ বাস ভবন গুর্খা কটেজ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে এবং সেখান থেকে রাত রাত ৮ টার ফ্লাইটে তিনি চট্টগ্রাম ত্যাগ করে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করেন। সকালে পরিবারের সদস্য ও শুভাকাঙ্খিদের কাছ থেকে বিদায় নিয়ে তিনি, হযরত আবদুল হাকিম প্রকাশ আব্দুল্লাহ ফকির (রাহঃ)-এর মাজার শরীফ জিয়ারত করেন। এসময় জিয়ারত শেষে তাঁর যাত্রা পথ নির্বিঘœ হওয়ার জন্য দোয়া কামনা করা হয়। এসময় মোনাজাত পরিচালনা করেন, তৈয়বিয়া আইডিয়াল স্কুলের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আখতার হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত রাঙ্গামাটি জেলার সমন্বয়ক মাওলানা শফিউল আলম আল-ক্বাদেরী, হযরত আবদুল হাকিম প্রকাশ আব্দুল্লাহ ফকির (রাহঃ) ওরশ পরিচালনা কমিটির সদস্য সচিব আবদুস সাত্তার, প্রবীন ব্যক্তি কাজী শামসুল আলম, মনোয়ার হোসেন মনু, সাংবাদিক ইয়াছিন রানা সোহেলসহ অসংখ্য শুভাকাঙ্খি। মহান আল্লাহ পাকের মেহেরবানিতে ও দোয়ার কামনায় উদ্দেশ্যে যাত্রা করতে গিয়ে তিনি সকলের দোয়া কামনা করেন। তিনি বলেন, এই হজ্ব পালনে সকল শুভানুদ্ধায়ী অনেকের সাথে সাক্ষাত করা সম্ভব হয়নি। তাই এই হজ্ব যাতে সুষ্ঠ ভাবে পালন করতে পারেন তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।