শিরোনাম
প্রচ্ছদ / কক্সবাজার / লামায় মিয়ানমারের বিদ্রোহী এলপি গ্রুপের এক সদস্য আটক

লামায় মিয়ানমারের বিদ্রোহী এলপি গ্রুপের এক সদস্য আটক

॥ লামা সংবাদদাতা ॥  বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের দূর্গম গয়ালমারা এলাকা থেকে মিয়ানমারের বিদ্রোহীর গ্রুপের এক সদস্য আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাকে স্থানীয়রা তাকে আটক করে। স্থানীয়রা তার নাম চেং ওয়া মার্মা (৩৫) পিতা- শৈহ্লাপ্রু মার্মা বলে জানায়।
গয়ালমারা এলাকার স্থানীয় কয়েকজন জানান, মঙ্গলবার সন্ধ্যায় গয়ালমারা এলাকার তাকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করা হয়। সে মিয়ানমারের বিদ্রোহী এল.পি গ্রুপের সদস্য বলে ধারনা করা হচ্ছে। পরে স্থানীয়রা সেনাবাহিনীকে খবর দিলে লামার ইয়াংছা আর্মি ক্যাম্পের সেনা সদস্যদের হাতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসেন।
আলীকদম সেনা জোনের দায়িত্বরত একজন অফিসার জানান, তাকে আটক করে স্থানীয়রা আমাদের হাতে তুলে দেয়। সংবাদ লিখা পর্যন্ত সে যাত্রা পথে রয়েছে বলে তিনি জানায়। প্রাথমিকভাবে সে মিয়ানমারের বাসিন্দা এইটা নিশ্চিত হওয়া গেলেও কোন গ্রুপের সদস্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে।
অপরদিকে বর্তমানে উক্ত এলাকায় পুলিশ ও বিজিবি এর টহল জোরদার করা হয়েছে।

পড়ে দেখুন

বান্দরবানে অনগ্রসর নারীদের সেলাই মেশিন, প্রশিক্ষণ ভাতা, সনদপত্র ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে অনুদান বিতরণ

॥রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান॥ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে …