নিজস্ব প্রতিবেদক ॥ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ আন্তর্জাতিক মহলে মানবতার ঝড় উঠেছে শীর্ষক আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান গতকাল ২৫ নভেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে ঝাঁক জমক এর সাথে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানসমূহে পার্বত্য চট্টগ্রামের পথিকৃৎ সাংবাদিক দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, চারণ সাংবাদিক মানবাধিকার সংগঠনের উপদেষ্টা/অভিভাবক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদকে গুণীজন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শারীরিক অসুস্থতার কারণে তিনি (সম্পাদক) স্বশরীরে উপস্থিত না থাকায় তাঁর পক্ষে ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক সাংবাদিক এম কে মোমিন সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। উল্লেখ্য যে, সম্মাননা ক্রেস্ট অর্জনকারী এ সম্পাদক মকছুদ আহমেদ ইতিপূর্বে মাদার তেরেসা পুরস্কারসহ দেশের বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন জায়গায় সম্মাননা ক্রেস্ট ও প্রশংসাপত্র বেশ কয়েকবার অর্জন করেছেন।