শিরোনাম
প্রচ্ছদ / গণমাধ্যম / চার মাস পর পর্যটকদের জন্য খুলে দেয়া হলো রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

চার মাস পর পর্যটকদের জন্য খুলে দেয়া হলো রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

॥ নিজস্ব প্রতিবেদক ॥ কাপ্তাই হ্রদের পানিতে চার মাস ডুবে থাকার পর হ্রদের পানির উচ্চতা কমে যাওয়ায় রাঙ্গামাটির পর্যটনের ঝুলন্ত সেতুটি পারাপারের জন্য খুলে দেয়া হয়েছে।
পর্যটন কর্পোরেশন ব্যবস্থাপক আলোকময় চাকমা জানান, ঝুলন্ত সেতুটি চার মাস হ্রদের পানিতে ডুবে থাকায় সেতুর অনেক পাটাতন নষ্ট হয়ে গেছে। পানি কমে যাওয়ায় আজ থেকে সেতুটি সীমিত পারাপরের জন্য খুলে দেয়া হয়েছে।
সেতু পাটাতন সংস্কার করে আগামী সপ্তাহে ঝুলন্ত সেতুটি পারাপারের জন্য পুরোপুড়ি খুলে দেয়া হবে বলে তিনি জানান।
বর্ষা মৌসুমে অতি বৃষ্টি আর পাহাড়ী ঢলের কারনে  কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে ঝুলন্ত সেতুটি পনিতে তলিয়ে যায়। এরপরই সেতুর উপর দিয়ে পর্যটকদের চলাচল বন্ধ করে দেয় পর্যটন কর্পোরেশন।

পড়ে দেখুন

বান্দরবানে অনগ্রসর নারীদের সেলাই মেশিন, প্রশিক্ষণ ভাতা, সনদপত্র ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে অনুদান বিতরণ

॥রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান॥ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে …