শিরোনাম
প্রচ্ছদ / চট্টগ্রাম / মাদক বিরোধী সমাবেশ

মাদক বিরোধী সমাবেশ

প্রতিদিন পত্রিকার পাতায় চোখ বুলালেই মাদকের করাল গ্রাসের যে সংবাদ চোখের সামনে ভেসে উঠে তা পড়ে যে কোন সুস্থ্য স্বাভাবিক মানুষেরই আতঙ্কিত হওয়ার কথা। বর্তমান সময়ে মাদকের বিস্তার এমন পর্যায়ে গিয়ে পৌছেছে আমাদের সন্তানদের ভবিষ্যত নিয়ে আমরা উদ্বিগ্ন। তাই এই উদ্বিগ্ন থেকে বেরিয়ে আসতে হলে এখনি মাদক প্রতিরোধ এবং নির্মুলে সকল পেশাজীবী তথা সর্বস্তরের সচেতন নাগরিককে ভূমিকা রাখতে হবে। প্রশাসনকে হতে হবে আরও কঠোর এবং দায়িত্বশীল।
বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ ও আলোচনা সভা এবং চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ও খ্যাতিমান সংগঠক মতিউর রহমান সৌরভ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউআরজিসি গ্লোবাল অ্যাম্বাসেডর ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ এ মতামত ব্যক্ত করেন। জেলা কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর হাজী জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুচ ছালাম প্রধান অতিথি, ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জালাল উদ্দিন প্রধান আলোচক, কার্যকরী সভাপতি আলহাজ্ব লায়ন মুহাম্মদ আলমগীর স্বাগত বক্তা এবং সংবর্ধিত বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মতিউর রহমান সৌরভ।
বক্তারা অবিলম্বে মাদকের বিরুদ্ধে আরও কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগের জন্য ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে মানবাধিকার কর্মী, সাংবাদিক, সংগঠক, শিক্ষক ও অন্যান্য পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পড়ে দেখুন

‘সম্পর্ক এগিয়ে নিতে একমত হয়েছেন হাসিনা-মোদি’

॥ গিরিদর্পণ ডেস্ক ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশ-ভারত …