কাঠ ও জ্বালানী কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর নব নব নির্মিত কে,বি,এস কনভেনশন হলের উদ্বোধন

সমাজের উন্নয়নে কাজ করতে পারলেই তাদেরকে মানুষ চিরদিন স্মরণ রাখবে বলে মন্তব্য করেছেন সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। তিনি বলেন, শুধু অর্থ থাকলে হবে না, সমাজের মানুষের উন্নয়নে কাজ করতে হলে সুন্দর ও বড়ো মন থাকতে হবে। যাদের এই মন আছে তারা গরীব হলেও সমাজের মানুষের উপকারে কাজ করতে পারে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, রাজানগর কাঠ ও জ্বালানী কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড সমাজের উন্নয়নে যে কাজ করতে তা চিরদিন মানুষ স্মরণ রাখবে বলে তিনি জানান। গতকাল রাজানগর কাঠ ও জ্বালানী কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর নব নব নির্মিত কে,বি,এস কনভেনশন হলের উদ্বোধন কালে তিনি একথা বলেন।
কে,বি,এস কনভেনশন হলে আয়োজিত অণুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজানগর কাঠ ও জ্বালানী কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি কামাল উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১ নং রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামশুল আলম তালুকদার, রাঙ্গামাটি পৌর আকবর হোসেন চৌধুরী, ১৩ নং ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহাম্মদ সৈয়দ তালুকদার, লালানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম কাঞ্চন, ইউসুফ মাতব্বর, ইসলামপুর আওয়ামীলীগ সভাপতি সিরাজ উদ্দিন চৌধুরী, রাজানগর আওয়ামীলীগ সভাপতি আবুল হাসেন তালুকদার, সাধারণ সম্পাদক আবু জাফর তালুকদার, বিশিষ্ট সমাজ সেবক শাহাব মিয়া তালুকদার।
এর আগে ড. হাসান মাহমুদ রানীরহাট এলাকায় বেশ কিছু উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং নব নির্মিত ব্রীজ ও ভবনের উদ্বোধন করেন। এছাড়া তিনি এলাকার জনগনের সাথে কথা বলেন।

দারুল আরকাম প্রকল্পের মাধ্যমে উন্নত জাতি গঠনে কাজ করছে ইসলামিক ফাউন্ডেশন ——বোরহান উদ্দিন উন্নয়নমূখী পার্বত্য চট্টগ্রাম গড়তে হলে প্রশিক্ষণের প্রকৃত জ্ঞানকে কাজে লাগাতে হবে —-এ কে এম মকছুদ আহমেদ প্রশিক্ষণের জ্ঞানকে কাজে লাগিয়ে আপনারা শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবেন ——মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031