রাঙ্গামাটির জুরাছড়িতে যুবলীগ নেতা অরবিন্দ চাকমা হত্যা মামলায় এক ইউপি মেম্বারসহ ৫জনকে আটক করেছে পুলিশ। রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার সাফিউল সারোয়ার জানান, রবিবার (১০ ডিসেম্বর) সকালে জুরাছড়িতে পুলিশ অভিযান চালিয়ে এদের আটক করে।
আটকৃতরা হলেন, জুরাছড়ি দুমদুম্যা ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার লক্ষি লাল চাকমা, উত্তম কুমার চাকমা, মানষ চাকমা, রবিধন চাকমা, হেমন্ত চাকমা।
এদিকে, রবিবার রাঙ্গামাটি মহিলা আওয়ামীলীগ সহ সভাপতি ঝর্ণা খীসাকে হত্যা চেষ্টা মামলায় আটক ৭জনকে আবারো জেল হাজতে পাঠানো হয়েছে।
কোর্ট পরিদর্শক ইসফিক মজুমদার জানান, রাঙ্গামাটিতে আটক ৭জনকে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন জানায়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাজী মুহাম্মদ মোহসেন রিমান্ড না নামঞ্জুর করে আগামী ১২ ডিসেম্বর তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য করেন এবং আটককৃতদের জেলে পাঠানো নিদের্শ দেন।