বান্দরবানে হেডম্যান-কারবারীদের সাথে বোমাং রাজার মতবিনিময়

॥রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান॥ বান্দরবানে ১৪০তম বোমাং রাজপূণ্যাহ উপলক্ষে মৌজা হেডম্যান ও কারবারীদের সমন্বয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
সভায় বোমাং রাজা উ: উ চ প্রু, হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক টিং মং প্রু, রাজপুত্র চসিং প্রু বনি, ইঞ্জিনিয়ার থোয়াই সা জাইসহ ১০৯টি মৌজার হেডম্যান ও কারবারীগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বোমাং সার্কেলের নানাবিধ সমস্যা, ভূমি দখল ও পাড়া উচ্ছেদ সহ বিবিধ বিষয় নিয়ে আলোচনা করেন এবং সমস্যা সমাধানে সকলের সহযোগিতা ও কামনা করেন।
প্রায় এক’শ চল্লিশ বছর আগে থেকে প্রথাগত নিয়মে বছর শেষে খাজনা আদায় অনুষ্ঠানের মাধ্যমে মৌজা প্রধান হেডম্যান ও পাড়া প্রধান কারবারীদের সাথে রাজা সরাসরি মতবিনিময় সভায় মিলিত হন। প্রতিবছর রাজমেলা উপলক্ষে এই ধরণের সভা অনুষ্টিত হয়, আর এই মতবিনিময় সভা থেকে রাজা বাহাদুর পরবর্তী বছরের বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহণ করে থাকেন।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031