৭ জানুয়ারী রবিবার দুপুরে বনপা’র পক্ষ থেকে নবনিযুক্ত ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় উপরোক্ত কথা বলেন। মন্ত্রী সাংবাদিকদের উদ্দশ্যে তথ্যবহুল সংবাদ পরিবেশনের জন্য অনুরোধ করেন।
আগারগাঁও আইসিটি টাওয়ারে মন্ত্রী মহোদয়ের সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনের (বনপা) সভাপতি,বিষেরবাঁশীডটকমের সম্পাদক সুভাষ সাহা,৭১ বাংলা টিভি’র চেয়ারম্যান, বনপা’র সাধারণ সম্পাদক এএইচএম তারেক চৌধুরী,প্রথম বাংলাদেশডটকমের সম্পাদক,বনপা’র মহিলা বিষয়ক সম্পাদক জোহরা পারভীন জয়া ও কার্যকরী কমিটির সদস্য ও ইজাবডটটিভি এর চেয়ারম্যান এমএম মিজানুর রহমান।