সেনাবাহিনীর নবীন সৈনিকদের মৌলিক প্রশিক্ষণ শেষে শপথ গ্রহন ও কুচকাওয়াজ

॥ লিটন ভট্টাচার্য্য রানা, খাগড়াছড়ি ॥ সেনাবাহিনীর নবীন সৈনিকদের মৌলিক প্রশিক্ষণ শেষে শপথ গ্রহন ও কুচক্ওায়াজ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যদিয়ে তৃতীয় দফায় এ সেন্টার থেকে ৯৪৯-সৈনিক দীর্ঘজন  ৬ মাসের মৌলিক ট্রেনিং শেষে পদাতিক ডিভিশনে সৈনিক হিসেবে যোগদিলেন।
শনিবার (৬ জানুয়ারী) দুপুরে খাগড়াছড়ির  দীঘিনালার মাইনী এ্যাডহক ফরমেশন রিক্রুটিং ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহন ও  কুচক্ওায়াজ অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার প্রধান অতিথি হিসেবে  কুচক্ওায়াজ পরিদর্শন করেন। নবীন সৈনিকরা স্ব স্ব ধর্মের গ্রন্থ হাত রেখে দেশ মাতিৃকার জন্য জীবন উৎসর্গ, শৃঙ্খলা ও দায়িত্ব পালনের শপথ গ্রহন করেন।
এ সময় খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ উর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সৈনিকদের আত্বীয় স্বজনসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে ২০১৬ ও ২০১৭  সালে আরো দু’দফা এ সেন্টার থেকে সৈনিকরা দীর্ঘ ৬ মাস করে মৌলিক ট্রেনিং শেষে পদাতিক ডিভিশনে সৈনিক হিসেবে যোগদিলেন।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031