॥ রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান ॥ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর বীর বাহাদুর উশৈসিং এমপি’র মাতা মাচয়ই এর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
গতকাল বরিবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর বীর বাহাদুর উশৈসিং এমপি’র নিজ বাসভবনে তাঁর মাতা মাচয়ই হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাকে বান্দরবান ইমানুয়েল মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার উন্নতির না হওয়ায় তাঁেক সংকটাপন্ন অবস্থায় চট্টগ্রামের ম্যাক্স হসপিটালে নেওয়া হয়েছে।
এসময় বান্দরবান ইমানুয়েল মেডিকেল সেন্টারে তাঁর শারীরিক অবস্থার চিকিৎসার কর্তব্যরত চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, ডা. জ্যোতিময় ¤্রাে, ডা.রাজিব ঘোষ।
কর্তব্যরত চিকিৎসকরা জানান, প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র মাতার ফুসফুসে কফ, ঠান্ডা নিমোনিয়ার আকার নিয়েছে বলে আশা করা যাচ্ছে। আমরা ধারণা করছি তাঁর বক্কব্যাধি রোগ হয়েছে। তাই তার উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রামের ম্যাক্স হসপিটালে প্রেরণ করেছি। আশা করছি তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।
এসময় তাঁেক ইমানুয়েল মেডিকেল সেন্টারে দেখতে ছুটে যান বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস সহ জেলা বিভিন্ন নেতাকর্মীরা।