বাংলাদেশ মুক্তিযোদ্ধা পূনর্বাশন সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে: মহিউদ্দিন চৌধুরীসহ ৪ (চার) নেতার স্বরণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা পূনর্বাশন সোসাইটি চট্টগ্রাম বিভাগী কমিটির উদ্যোগে নগরীর সার্কেট হাউজ সংলগ্ন শিশুপার্ক এর একটি কক্ষে গত ১৭ ফেব্র“য়ারী ২০১৮ইং বিকাল ৩ ঘটিকায়, চট্টগ্রামের সাবেক সফল মেয়র বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ মুক্তিযোদ্ধা পূনর্বাশন সোসাইটি চট্টগ্রাম বিভাগী কমিটির উপদেষ্ঠা মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সোইটির বিভাগীয় সভাপতি মরহুম এস এম মুরতুজা হোসেন (বীর মুক্তিযোদ্ধা), সোসাইটির সহ সাধারণ সম্পাদক মরহুম মোঃ আবুল কাসেম এবং সোসাইটির সাংগঠনিক সম্পাদক মরহুম মোঃ নুরউদ্দিন জমাদারসহ উল্লেখিত ৪ (চার) নেতার স্বরণ সভায় তাদের রুহের মাগফেরাত কামনা করে আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জনাব এনামুল হক চৌধুরী। প্রথমে স্বগত বক্তব্য রাখেন সোসাইটির সাধারণ সম্পাদক জনাব হাজ্বী আবু তাহের। বক্তব্য রাখেন সহ সভাপতি খায়রুল আলম বশর (বীর মুক্তিযোদ্ধা), আইয়ুব নাছির (বীর মুক্তিযোদ্ধা) উত্তর জেলা ডেপুটি কন্ডার (সহ সভাপতি), এস এম আলমগীর বীর মুক্তিযোদ্ধা (সহ সভাপতি), লিয়াকত আলী, (বীর মুক্তিযোদ্ধা) খুলশী থানা কমান্ডার (সহ সভাপতি), মোঃ আবদুল মান্নান (অর্থ সম্পাদক) সৈয়দ মোহাম্মদ জাকারিয়া (সহ সাধারণ সম্পাদক), আলহাজ্ব এম এ আজিজ (সহ সাঙগঠনিক সম্পাদক), এম কে মোমিন মুক্তিযোদ্ধার সন্তান (শিল্প ও বানিজ্য সম্পাতক), সেলিম সরওয়ার হোসেন মুক্তিযোদ্ধার সন্তান (কৃষি সম্পাদক), শাহীনুর বেগম (সহ প্রচার সম্পাদক), কাজী মুরাদ মাইজভান্ডরী (কার্যকরী সদস্য), মোহাম্মদ হানিফ মাইজভান্ডারী (কার্যকরী সদস্য), মনি বেগম (কার্যকরী সদস্য) প্রমুখ।
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে প্রয়াত এস এম মুরতুজা হোসেন সাবেক সভাপতির সম্মানিত আসনটি খালী থাকায় সভার সিদ্ধান্তক্রমে বীর মুক্তিযোদ্ধা জনাব এনামুল হক চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতি ঘোষনা করা হয়। এবং উপস্থিত সকলেই করতালির মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উক্ত অনুষ্ঠানের পর মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালা করেন বীর মুক্তিযোদ্ধা জনাব এনামুল হক চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
2425262728