॥রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান॥ বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নে পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ১৫ লক্ষ টাকা ব্যায়ে বুড়িপাড়া বৌদ্ধ বিহার উদ্বোধন ও বিহার উৎসর্গ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০টায় সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বুড়িপাড়া বৌদ্ধ বিহারের উদ্বোধন ও বিহার উৎসর্গ অনুষ্ঠানে ৩১৯নং রাজবিলা মৌজার হেডম্যান রুই প্রু অং চৌধুরীর সভাপতিত্বে বিহার উৎসর্গ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুজ্জামান, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, সদস্য ¤্রাসা খেয়াং, সদস্য তিং তিং ম্যা মার্মা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলাম ছরোয়ার, পার্বত্য জেলা পরিষদের সহকারি প্রকৌশলী থোয়াইচ মং মার্মা, উপ-সহকারি প্রকৌশলী উনুমং মার্মা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পাইহ্লা অং মার্মা, রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য অং প্রু মারমা, রাজবিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ক্যসিংশৈ মার্মা, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানু প্রু মার্মা, সদর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মংপু মার্মা, বিশিষ্ট ঠিকাদার তাপস দাশ, ক্য হ্লা মার্মা লুপ্রু, জেলা সেচ্ছাসেবকলীগের আইন বিষয়ক সম্পাদক বাবুল বড়–য়া, সাবেক ছাত্রনেতা সুজন চৌধুরী সঞ্জয় সহ এলাকার হেডম্যান, কারবারী ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রধান ধর্মদেশক ডাকবাংলা পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংঘনায়ক ভদন্ত ঞানাওয়াইংসা মহাথের, বুড়িপাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত উপাইন্দা ওয়াইসা মহাথের সহ বিভিন্ন বিহার থেকে আগত প্রায় ১ শতাধিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।