লামায় র‌্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযানে ২৫ টি অস্ত্র ও গুলিসহ ৪জন আটক

॥ এস.কে খগেশপ্রতিচন্দ্র খোকন,লামা ॥ ফুল ঝাড়ুর বান্ডিলের ভিতরে অস্ত্র রেখে পাচার করার সময় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দূর্গম রোয়াজা পাড়ায় গত বৃহস্প্রতিবার সন্ধায় সেনাবাহিনী ও র‌্যাব-৭ এর অভিযান চালিয়ে ২৫টি দেশীয় তৈরি অস্ত্র ও ২ হাজার ২৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ সময় র ্যাব ও সেনাবাহিনী ৪ জনকে আটক করে। ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধা হতে গভীর রাত পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) এর লেঃ কমান্ডার আশেকুর রহমান ।
আটককৃতরা হল, চাইনুং মারমা (৩৬) পিতা- মংচিহ্লা মার্মা, তুইসা মং (৩৬), পিতা- উছা মার্মা, মিফং মার্মা (৪১) পিতা- মৃত চিংফুয়াং মার্মা ও এক্য মার্মা (৪০) পিতা- ছাহ্লাচিং মার্মা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ত্রিশডেবা বড় মার্মা পাড়া এলাকার বাসিন্দা।
অভিযানে অংশে নেওয়া র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক সাহেদা সুলতানা(এএসপি) শুক্রবার বলেন, দীর্ঘদিন যাবত লামা উপজেলার দূর্গম বনফুর ও রোয়াজা পাড়া এলাকায় খুন, ডাকাতি, চাঁদাবাজি, মাদক চোরাচালান, মানুষ অপহরণ ও মানুষ আটক করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড ঘটে আসছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এ এলাকাটিতে ব্যাপক গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। দীর্ঘদিনের নিবিড় পর্যবেক্ষন বান্দরবান জেলার লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের বনপুর রাজাপাড়াস্থ দূর্গম পাহাড়ী এলাকায় সংঘবদ্ধ একটি অস্ত্র ব্যবসায়ী অস্ত্রপাচারের উদ্দেশ্যে বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গুলি নিয়ে ফুল ঝাড়ুর ভিতরে করে অবস্থান করছে। এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে গত ১৫ ফেব্রুয়ারি বৃহস্প্রতিবার সন্ধায় সেনাবাহিনীর আলীকদম জোন ও র‌্যাব-৭, চট্টগ্রাম যৌথ অভিযান পরিচালনা করে ২৫টি অস্ত্র (১৪টি এসবিবিএল এবং ১১ টি ওয়ানশুটার গান) ও ২ হাজার ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ফুলের ঝাড়ুর বিতরে বান্ডিলে করে পাচার করার সময় হাতেনতে ৪ ব্যাক্তিকে আটক করা হয়।
এ ব্যাপারে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন বলেন, চট্রগ্রাম র ্যাব-৭ এর একটি টিম ও সেবাহিনীর আলীকদম জোনের নেতৃত্বে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ের ১নং ওয়ার্ডের রোয়াজা পাড়ায় গত বৃহস্প্রতিবার সন্ধায় অভিযান চালিয়ে অনেক অস্ত্র ও গুলি উদ্ধারসহ ৪জনকে আটক করে। র ্যাব শুক্রবার সন্ধায় থানায় উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃতদের নিয়ে আসে। মামলার প্রস্তুতি চলছে।

দারুল আরকাম প্রকল্পের মাধ্যমে উন্নত জাতি গঠনে কাজ করছে ইসলামিক ফাউন্ডেশন ——বোরহান উদ্দিন উন্নয়নমূখী পার্বত্য চট্টগ্রাম গড়তে হলে প্রশিক্ষণের প্রকৃত জ্ঞানকে কাজে লাগাতে হবে —-এ কে এম মকছুদ আহমেদ প্রশিক্ষণের জ্ঞানকে কাজে লাগিয়ে আপনারা শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবেন ——মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
2425262728