এড. সাইমুল ও ডাঃ ফয়সলের সংবর্ধনা অনুষ্ঠানে আ.জ.ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেছেন- শ্রেষ্ঠ নাগরিক হতে হলে গুনের এবং জ্ঞানের প্রয়োজন। আজকে যাদের সংবর্ধিত করা হলো তাঁরা সবাই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। সমাজ এবং রাস্ট্রের উন্নয়নে তাঁদের ভূমিকা অপরিসীম। তিনি বলেন রাজনীতির বাইরে একটি বিশাল বৃত্ত থাকে। সেই বৃত্ত থেকেও জনকল্যাণে নিজেকে কাজ করে সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায়। তিনি আজ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন। সিটি মেয়র বলেন, শেখ হাসিনা জঙ্গিবাদের বিরুদ্ধে আপোষহীন নেত্রী। তাঁর দক্ষহাতে দেশে ইতোমধ্যে জঙ্গিবাদের পতন হতে শুরু হয়েছে। তিনি আরো বলেন, শেখ হাসিনার দীর্ঘ ৯ বছরের শাসনামলে উন্নয়নের ধাপগুলো আজ দৃশ্যমান। এই ধারা অব্যাহত রাখতে আগামীতে নৌকার বিজয় সুনিশ্চিত করতে আমরা সকলেই যেন তৎপর থাকি। সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, আজ যাদেরকে আমরা সংবর্ধনা জানাচ্ছি তারা রাজনীতির মাঠ ছাড়াও স্ব স্ব পেশায় তারা অত্যন্ত পরিচিত মুখ। আজকের আইনজীবী সমাজ এবং চিকিৎসক সমাজকে আমরা কৃতজ্ঞতা জানাই যারা ভোট দিয়ে আমাদের এই দুই জন নেতাকে নির্বাচিত করেছেন। আমি আশাবাদী চট্টগ্রামের আইনজীবি সমাজ এবং চিকিৎসক সমাজকে সঠিক পথে নেতৃত্ব দিতে তারা এগিয়ে যাবেন। আজ বিকেল ৪টায় চট্টগ্রাম জেলা পরিষদ হলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সম্প্রতি চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির নির্বাচনে এড. ইফতেখার সাইমুল চৌধুরী সভাপতি পদে বিজয়ী হওয়ায় এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী হওয়ায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সংবর্ধিত আইনজীবি সমিতির সভাপতি এড. ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হিসেবে আজ মহানগর আওয়ামী লীগ যে সম্মান দেখিয়েছেন সে জন্য আমি সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব আমি সর্বদায় সজাগ থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি।
সংবর্ধনার জবাবে বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডাঃ ফয়সাল ইকবাল চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনার স্বাস্থ্যখাতে যেই বিশাল সম্ভাবনার দাঁর উন্মোক্ত করেছেন এবং চিকিৎসা সেবায় সাধারণ মানুষ আজ ঘরে ঘরে চিকিৎসায় সে সেবা পাচ্ছেন। চিকিৎসা সেবার মান উন্নয়নে আমাদের সবাইকে আরো সর্তকভাবে কাজ করে যেতে হবে। সংবর্ধিত অতিথিদের শুভেচ্ছা স্মারক ও ফুল দিয়ে অভিনন্দন জানান মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, উপ দপ্তর সম্পাদক জহরলাল হাজারী, বিএমএ চট্টগ্রাম শাখার সাংগঠনিক সম্পাদক ডা: ময়জ্জুল আকবর চৌধুরী, বিএমএর কার্যকরী সদস্য ডা: সাইফুদ্দিন, চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সহ সাধারণ সম্পাদক এড. মো: ইয়াছিন খোকন, আইটি সম্পাদক এড. রাশেদুল আলম রাশেদ, বায়েজীদ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম ছগির, এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু। সভা মঞ্চে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি জহিরুল আলম দোভাষ, সম্পাদকমন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, হাসান মাহমুদ শমসের, চন্দন ধর, আহমেদুর রহমান সিদ্দিকী, আবদুল আহাদ, আবু তাহের, নির্বাহী সদস্য আবুল মনসুর, হাজী মো: ইয়াকুব, গাজী শফিউল আজিম, জাফর আলম চৌধুরী, বখতিয়ার উদ্দিন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, মহব্বত আলী খান, আহমেদ ইলিয়াছ, থানা আওয়ামী লীগের হারুনুর রশিদ, ছিদ্দিক আলম, আবু তাহের, রেজাউল করিম কায়সার, ওয়ার্ড আওয়ামী লীগের শামসুল আলম, হাজী শফিউল আলম, আবুল কাশেম, সালেহ আহমদ চৌধুরী, হাজী আলী বক্স, মো: এয়াকুব, দলিলুর রহমান, আফসার উদ্দিন চৌধুরী, এম এ হান্নান, সৈয়দ মো: জাকারিয়া, আবদুল মান্নান, আবদুল মালেক, জয়নাল আবেদীন আজাদ, হাবিবুর রহমান চৌধুরী, মো: জসিম উদ্দিন, মো: আবু মুসা প্রমুখ। এছাড়া বিপুল সংখ্যাক আইনজীবিসহ সমিতির নেতৃবৃন্দ এবং বিএমএ‘র চিকিৎসক এবং নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন ।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31