দেশের প্রাচীনতম বানিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স’র উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও আন্তর্জাতিক বানিজ্য মেলার আয়োজন করে বৃহত্তর আসরের শুভসূচনা করেছে আজ বিকেল ৪ টায়।
চট্টগ্রামে ২৬তম আন্তর্জাতিক বানিজ্য মেলার এই আয়োজনের উদ্বোধনী পর্বটি ব্যতিক্রম ভাবে মেলার মাঠে না করে ওর্য়াল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু হলেই ফিতা কেটে মাসব্যাপি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি -সরকারের নৌ-পরিবহণ মন্ত্রী,শ্রমিক নেতা মোঃ শাহজাহান খান(এমপি)।
প্রধান অতিথির বক্তব্যে নৌ মন্ত্রী বলেন,বর্তমান সরকার চাই সব দল কে নিয়েই সুষ্টু,অবাধ ও শান্তিপূর্ন একটি নির্বাচন। আর যা হবে বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই(ইসি’র)।নির্বাচন চলাকালীন সময়ে সরকারের প্রধানমন্ত্রী শুধু মাত্র রুটিন ওর্য়াক গুলো করবেন বলে সরকারের এই গুরুত্বপূর্ন ব্যক্তি উপস্থিত সকলের সামনেই ঘোষনা দেন।
তিনি আরো বলেন, চট্টগ্রাম বন্দর কে কাউ কে বিশেষ(ভারত) ভাবে ব্যবহারের জন্য সুযোগ দেওয়া হয়নি। কোন অপরাজনৈতিক মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অপ্রচার চালিয়ে বর্তমান শেখ হাসিনা সরকারের বদনাম ছড়াচ্ছেন বলে জানান। বন্দরের সক্ষমতা বাড়াতে পতেঙ্গ-লালদিয়ার টার্মিনাল দ্রুত প্রস্তত হচ্ছেন বলে জানিয়েছেন।আর ভুমির জটিলতা দূর হলেই শীঘ্রই বে-টার্মিনালের কাজও শুরু হবে।
তিনি বিগত জোট সরকারের সমালোচনা করে বলেন , লাগাতার ৯২দিন জালাও-পোড়াও,সন্ত্রাসী কায়দায় আন্দোলন করে দেশের উন্নয়ন কাজে পিছিয়ে দিয়েছে দেশ কে। নৌ-মন্ত্রী চট্টগ্রাম কে অর্থনৈতিক প্রাণ কেন্দ্র ঘোষনা করে একটি শ্লোগান দেন যে, যার যার দল তার তার ব্যবসায়ীক উন্নয়ন ক্ষেত্রে”সবাই এক কাতার”।
চট্টগ্রাম চেম্বার সভাপতি ও ২৬তম আন্তর্জাতিক বানিজ্য মেলার উপদেষ্টা মাহবুবুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী সভাতে স্বাগত বক্তব্য রাখেন সিঃ সহ-সভাপতি নুরুন নেওয়াজ সেলিম। এর পরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ভুমিপ্রতি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী (জাবেদ)। তিনি বলেন, দেশের সিংহভাগ অর্থনৈতিক যোগান চট্টগ্রাম বন্দর হওয়ার শর্তেও কিসের বলে সর্বক্ষেত্রে এই চট্টলা কে অবহেলা করছে নীতি নির্ধারকরা তা নৌ-মন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। তিনি পরিবহণ ক্ষেত্রে ১৩টনের বেশী মালবহনে চট্টগ্রাম অন্য জেলা /শহরের বাইরের যেতে পারবে না নীতিটি দ্রুত পরিবর্তন করতে জোর দাবি দেন।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চট্টগ্রাম ১১এর সাংসদ এম.এ লতিফ,সিটি মেয়র ও নগর আঃলীগ সাঃ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন। মেয়র বলেন, বন্দরের নীতিহীন পরিবনের জন্য সাধারণ জনগণ দীর্ঘ যানযটের শিকার হয়ে মারাত্মক সময়জ্ঞাপন সহ বিমানের ফøাইট মিচ করার ঘটনাও ঘটছে বলে জানান। তিনি নৌ-মন্ত্রীকে এই পরিবহণ নীতির বিষয়টি দ্রুত সমাধান করার অনুরোধ জানান। যার জন্য চসিক কে জনগণ ভুল ভেবে সরকারের কঠোর সমালোচনা করছে।
এসময় আরো স্বাগত বক্তব্য রাখেন মেলার কো-চেয়ারম্যান সৈয়দ জামাল আহম্মদ,এফবিসিসিআই’র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, পরিচালক মোস্তফা কামাল চৌধুরী,এম.এ মোতালেব,অহিদ সিরাজ স্বপন,অন্জন শেখর দাশ। উদ্বোধনী সভায় মেট্রো চেম্বার, উইমেন চেম্বার,জনপ্রতিনিধি,ট্রেডবডির সদস্য,ব্যবসায়ী নেতৃবৃন্দ,দোকান মালিক সমিতির সদস্যগন উপস্থিত ছিলেন। ৪ মার্চ (রোববার)থেকে রেলওয়ে পোলোগ্রাউন্ডের মাঠে মাস ব্যাপি মেলার আনুষ্ঠানিক বেচা-বিক্রি শুরু হবে মেলার কো-চেয়ারম্যান সৈয়দ জামাল আহম্মদ সভায় জানান্