নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁর সাপাহারে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন ও আর ই আর এম পি- ২-প্রকল্পের আওতায় ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়িত ২য় পর্যায়ে নিয়োজিত নারী কর্মীদের মধ্যে তাদের সঞ্চয়কৃত অর্থের চেক হস্তান্তর ও সনদপত্র বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১আসনের জাতীয় সংসদ সদস্য বাবু সাধন মজুমদার এমপি । বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মোরশেদা পারভীন, থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল হোসেন, সমাজ সেবা অফিসার রেজওয়ানুল হক, নওগাঁ জেলা পরিষদ সদস্য মন্মথ সাহা প্রমুখ । অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি উপজেলার ৬টি ইউনিয়নের ৬০জন নারী কর্মীদের প্রত্যেককে তাদের সঞ্চিত ৩৬ হাজার টাকা করে মোট ২১লক্ষ ৬০হাজার টাকার চেক সনদ প্রদান করেন।