নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ‘জিয়া অরফানেজ ট্রাস্টের ২কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে’ উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন মামলায় ৫বছরের কারাদন্ড প্রদান ও সকল মিথ্যে মামলা প্রত্যাহারের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে লিফলেট বিতরন করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের সিম্বা স্টান্ড, লোহাচুড়া হাট ও বড়গাছা ইউনিয়নের গহেলাপুর বাজার ও চৌমুহনী বাজারে উপজেলা বিএনপি’র উদ্যোগে এই লিফলেট বিতরন করা হয়। লিফলেট বিতরনে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপি’র সভাপতি এসএম আল ফারুক জেমস, যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক একেএম জাকির হোসেন, মো: মেজবাউল হক লিটন, এইচ এম নয়ন খাঁন লুলু, সহ-দপ্তর সম্পাদক মতিউর রহমান উজ্জ্বল, উপজেলা যুব দলের সম্পাদক মোজ্জাকির হোসেন, যুবদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন মন্ডল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ মাহমুদ সোহেল, যুগ্ন আহ্বায়ক মশিউর রহমান রাজু, আজাদুল হক আজাদ, আশিক মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের নেতা বেলাল হোসেন, রাণীনগর শের এ বাংলা (ডিগ্রি) মহাবিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল প্রমুখ। এছাড়াও এসময় বিএনপি’র অঙ্গসংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।