খালেদা জিয়া, আসলাম চৌধুরী, শফিউল বারী বাবুর মুক্তির দাবিতে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আজ বিকাল ৪ ঘটিকার সময় নাসিমনভবনস্থ দলীয় কার্যালয় সম্মুখে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোরসালীনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আব্দুস শুক্কুর মেম্বার, বিএনপি নেতা সৈয়দ মোস্তফা আলম মাসুম, সৈয়দ মুহাম্মদ ইকবাল, মোঃ লিয়াকত আলী, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ রাশেদ আলী, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ লোকমান, সোলয়মান রাজ, আলাউদ্দিন মনি, মোঃ হেলাল উদ্দিন বাবর, মোশাররফ হোসেন, মোঃ সালাহ উদ্দিন সিকদার, শামশুল আলম, আবুর কাশেম, হেলাল উদ্দিন খোকন, মোঃ আলী, মোঃ নুর উদ্দিন, মোঃ শওকত, মোঃ কাওসার, মোঃ তারেক, মোঃ রিপন, মোঃ রাকিব, বাবর উদ্দিন লিটন, আবু তালেব সোহেল, নুরুল আবসার সারাং, মোঃ জাফর, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ নাজিম উদ্দিন, মোঃ রুবেল হোসেন, মোঃ রাশেদ, মোঃ বশির, মোঃ শহর আলী, মোঃ আবুল বশর প্রমুখ নেতৃবৃন্দ। প্রাকৃতিক বৈরীপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে নগরীর কাজীর দেউরী থেকে দলীয় কার্যালয়ে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র আজ নির্বাসিত এবং কারাবন্দি। বাংলাদেশের গণতন্ত্রমনা মানুষ এবং রাজনৈতিক নেতা অবৈধ সরকারের কারাগারে অবরুদ্ধ। এ অবরুদ্ধ অবস্থা একটি দেশের গণতন্ত্রকে পদদলিত করে ডিজিটাল বাকশালের মাধ্যমে সকল রাজনৈতিক দলকে গৃহবন্দি করে রাখা হয়েছে। বর্তমান অবৈধ সরকার দেশে সার্বিক অবস্থায় লুটপাটের মাধ্যমে দেশকে গণতন্ত্রহীন পরিবেশ সৃষ্টি করেছে। এদেশে বাকস্বাধীনতা এবং মানবাধিকার বলতে কিছুই নেই। তাই বিএনপির চেয়াপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির যুগ্ম মহাসচিব অধ্যাপক মোঃ আসলাম চৌধুরী এফসিএ এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবুর নিঃশর্ত মুক্তিছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। নির্বাচনের জন্য বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দকে রাজপথে আন্দোলনের মাধ্যমে নেতৃবৃন্দের মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের জোরালো দাবি সাধারণ জনগণকে সম্পৃক্ত করে দৃঢ় আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।