চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের অভিযানঃ ১৭টি ব্যাংক এ্যাকাউন্ট এর ডেবিট কার্ড ও চেক বহিসহ আন্তর্জাতিক প্রতারক চক্রের ০৪ সদস্য গ্রেফতার

রাজশাহী ও ঢাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৭টি ব্যাংক এ্যাকাউন্ট এর ডেবিট কার্ড ও চেক বহিসহ আন্তর্জাতিক প্রতারক চক্রের ০৪ সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) পুলিশ।

গ্রেফতারকৃত আসামী ঃ ১) বিপ্লব লস্কর (৩০), পিতা-হাশেম লস্কর, মাতা-জামিরুন বেগম, সাং-সালিনাবসা (গেরাখোলা), থানা-মোকসুদপুর জেলা-গোপালগঞ্জ বর্তমান-ছোলমাইদ, হাতিবাড়ী, হাবিবুর রহমান রেজু এর ভাড়া বাসা, ৩য় তলা, থানা-ভাটারা, ঢাকা, ২) মোঃ কায়েস হোসেন(৩০) পিতা-মোঃ আনোয়ার হোসেন, সাং-ধরমপুর,আমজাদের মোড়, থানা-মতিহার, জেলা-রাজশাহী, বর্তমান-পরিবাগ, হাবিব উল্ল্যাহ রোড, ভাই ভাই হোটেলের গলি, হুমায়ুন সাহেবের ভাড়া বাসা, থানা-শাহবাগ,ঢাকা, ৩) রবিউল ইসলাম @ সজীব(২৫) পিতা-ছিদ্দিক হোসেন, মাতা-শাহনাজ বেগম, সাং-হাসপাতাল রোড, পৌর ০৭ নং ওয়ার্ড, থানা-ঈশ^রদী, জেলা-পাবনা, ৪) মোশারুল ইসলাম @ মুছা(২৮) পিতা-মৃত আবুল কাশেম, মাতা-মনোয়ারা বেগম, সাং-বামন কুমার, ৮নং ওয়ার্ড, ৩নং অলোয়াখোয়া ইউপি,থানা-আটোয়ারী, জেলা-পঞ্চগর, বর্তমান-সি-ব্লক, ০২নং বাসা, মিরপুর ৬, থানা-মিরপুর,ঢাকা।
২৪, ২৫, ২৬, ২৭ এপ্রিল ২০১৮ ইং তারিখ চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (বন্দর) জনাব মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম মহোদয়ের তত্ত্বাবধানে অতিঃ উপ-পুলিশ কমিশনার(ডিবি-বন্দর) জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক ও সহকারী পুলিশ কমিশনার(ডিবি-বন্দর) জনাব আসিফ মহিউদ্দীন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব অশোক কুমার চৌহান, এসআই/স্বপন কুমার সরকার ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী ও ঢাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৭টি ব্যাংক এ্যাকাউন্ট এর ডেবিট কার্ড ও চেক বহিসহ আন্তর্জাতিক প্রতারক চক্রের ০৪ সদস্যকে গ্রেফতার করা হয়।
ধৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ বিদেশী প্রতারকচক্রের যোগসাজশে ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব করে মূল্যবান উপহার সামগ্রী ও ডায়মন্ড দেওয়ার কথা বলে প্রলুব্ধ করে প্রতারণার মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নেয়। তাদের চক্রে আয়ারল্যান্ড, কেনিয়া সহ বিভিন্ন দেশের নাগরিক জড়িত আছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে খুলশী থানায় নিয়মিত মামলা রয়েছে।

মুক্ত গণমাধ্যম চাই : সকল গণমাধ্যমে এক নীতিমালা, তথাকথিত ওয়েজ বোর্ড বাতিল, নিজস্ব বেতন বোর্ড, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালা নিয়ন্ত্রণ মুক্ত, প্রয়োজনীয় কাঁচামালের মূল্য কমানো ও মফস্বলের পত্রিকাগুলো সুযোগ-সুবিধা বৃদ্ধি করে টিকিয়ে রাখতে হবে

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930