পবিত্র রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখুন : খাতুনগঞ্জে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে খোরশেদ আলম সুজন

নগরীর বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের নাগরিক সমস্যা চিহ্নিত করন এবং তা থেকে পরিত্রানের লক্ষ্যে কর্মপন্থা নির্ধারনের জন্য জনদূর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই শীর্ষক নাগরিক উদ্যোগ এর প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজন অদ্য ১৩ মে রবিবার বিকেলে খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাষ্ট্রিজ এসোসিয়েশন এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাষ্ট্রিজ এসোসিয়েশন এর সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম।

এ সময় ব্যবসায়ীরা জনাব সুজনকে স্বাগত জানান এবং বলেন এ প্রথম একজন রাজনীতিবিদ স্বউদ্যোগে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করতে এসেছেন সেজন্য আমরা আনন্দিত। এরপর ব্যবসায়ী নেতৃবৃন্দরা ব্যবসা পরিচালনায় বিভিন্ন ধরণের প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে বলেন, সড়ক ও জনপথ বিভাগ গত ডিসেম্বরে এক প্রজ্ঞাপনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওজন নিয়ন্ত্রণের জন্য স্কেল বসানোর দরুন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাংলাদেশের আর কোন মহাসড়কে এরকম নিয়ম না থাকলেও শুধুমাত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্কেল বসানোর কারণে চট্টগ্রামের ব্যবসা বানিজ্য কার্যত স্থবির হয়ে পড়েছে। ব্যবসায়ীরা আপাততঃ পবিত্র রমজান মাসে ১৩ টন নির্ধারিত স্কেল কার্যক্রম স্থগিত রাখার জন্য জনাব সুজন মারফত মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী ও সেতু মন্ত্রীর কাছে জোর দাবী জানান। তাছাড়া বিগত এক সপ্তাহ যাবত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের কারণে ব্যবসায়ীদের দূর্ভোগ চরমে। গাড়ী ভাড়া সহ বিভিন্ন উর্দ্ধমূখী খরচে দিশেহারা ব্যবসায়ী সমাজ। এছাড়া বর্তমানে বহিঃনোঙ্গরে মালামাল খালাসে দীর্ঘসূত্রিতা, লাইটারেজ জাহাজ সংকট, বন্দরে ধীরগতি, অফডক কন্টেইনার ডিপোতে অতিরিক্ত চার্জ আদায়, সদরঘাট, মাঝিরঘাটসহ বিভিন্ন ঘাটে পদে পদে ভোগান্তির কারণে খাতুনগঞ্জ আগের জৌলুস হারিয়ে ফেলতে বসেছে। চলতি বর্ষা মৌসুম তাদের সে ভোগান্তিকে আশংকায় পর্যবসিত করেছে। প্রতিবছর বর্ষার জোয়ারের পানির কারণে ব্যবসায়ীদের কোটি কোটি টাকার পন্য পানিতে ভিজে সয়লাব হয়ে যায়। এ থেকে দীর্ঘমেয়াদী পরিত্রাণের জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দ জনাব সুজনকে সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ জানান। জনাব সুজন দীর্ঘসময় ব্যবসায়ী নেতৃবৃন্দের বিভিন্ন ধরণের প্রতিবন্ধকতার কথা মনযোগ সহকাওে শুনেন এবং বক্তব্যের প্রারম্ভেই আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দ্রব্য মূল্যের দাম জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য ব্যবসায়ীদের নিকট আহবান জানান। তিনি ব্যবসায়ীদের যৌক্তিক দাবীগুলোর প্রতি সমর্থন জানিয়ে বলেন, মহাসড়কে ওজন নিয়ন্ত্রনের জন্য স্থাপিত স্কেলটি চট্টগ্রামের ব্যবসায়ীদের বিরুদ্ধে একটি সুগভীর চক্রান্তের অংশবিশেষ। সরকারের উর্দ্ধতন মহলকে ভূল বুঝিয়ে চট্টগ্রাম বিদ্বেষী একটি চক্র এ ওজন নিয়ন্ত্রিত স্কেল স্থাপন করিয়েছে যার ফলে চট্টগ্রাম থেকে ব্যবসায়ীরা আর পন্য ক্রয় করতে আগ্রহী হচ্ছেনা। আগে যেখানে একটি ট্রাকে ২০ টন মালামাল পরিবহন করা যেত এখন স্কেলের কারণে সর্বোচ্চ ১৩ টনের বেশী মালামাল পরিবহন করা যাচ্ছেনা। ফলতঃ চট্টগ্রামের খাতুনগঞ্জসহ বড় বড় বাজার সমূহ এখন ক্রেতাশুন্য। ব্যবসায়ীরা পণ্যের দরদামের সামঞ্জস্যের কারণে ঢাকা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলো থেকে তাদের চাহিদা মোতাবেক পন্য ক্রয় করে নিয়ে যাচ্ছে। তিনি এ সমস্যা থেকে সহসাই উত্তরণের জন্য মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের এর সাথে স্বাক্ষাত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার আশ্বাস প্রদান করেন। তাছাড়া বন্দরের মালামাল খালাসে দীর্ঘসূত্রিতা রোধ এবং ১নং ও ২নং জেটিকে খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে নিয়ে আসার জন্য বন্দর কর্তৃপক্ষের নিকট আহবান জানান। তিনি আরো বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে স্বোচ্ছার হওয়ার কথা ছিল চট্টগ্রাম চেম্বারের অথচ চট্টগ্রাম চেম্বার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার চেয়ে কতিপয় ব্যাক্তির ক্রীড়নক হিসেবে কাজ করছে যা মোটেই কাম্য নয়। ক্ষেত্রবিশেষে চট্টগ্রাম চেম্বার বিধিবহির্ভূত কাজে জড়িত রয়েছে। কোটি কোটি টাকার বিনিময়ে চেম্বারের ডাইরেক্টর হয়ে তারা বন্দরের অভ্যন্তরে বিভিন্ন চোরাচালানে জড়িত রয়েছে বলে জনাব সুজন অভিযোগ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাষ্ট্রিজ এসোসিয়েশন এর সিনিয়র সহ-সভাপতি আবুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক ছৈয়দ ছগীর আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী এস.এম কামাল উদ্দিন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ জানে আলম, মোঃ ইউছুপ, এস.এম.মহিউদ্দিন, আহমদ রশীদ আমু, হাজী সেলিম উল্ল্যাহ খান, হাজী মোহাম্মদ ইদ্রিস, অনিল চন্দ্র পাল, নাগরিক উদ্যোগের সদস্য সচিব হাজী হোসেন কোম্পানী, মোরশেদ আলম, মোঃ শাহজাহান, এ.এস.এম জাহিদ হোসেন, সাইফুল্লাহ আনসারী, স্বরূপ দত্ত রাজু, মনিরুল হক মুন্না প্রমূখ।

রাঙ্গামাটিতে আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদের সাংবাদিকতায় ৫৫ বছর পূর্তিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান : একজন গুণি ব্যক্তিকে যথাযথ সম্মাননা জানানো সবার দায়িত্ব ও কর্তব্য —মোহাম্মদ মোশারফ হোসেন খান সবার দোয়া আর আল্লাহর অশেষ রহমত না হলে ৫৫ বছর পুরণ করতে পারতাম না—এ কে এম মকছুদ আহমেদ

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031