॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥ রাঙ্গামাটির নানিয়ারচরের উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট শক্তিমান চাকমা দুবৃর্ত্তের গুলিতে নিহত হয়েছেন। গুলিতে আহত হয়েছেন রূপন চাকমা নামে চেয়ারম্যানের সহকারী।
আজ বৃহস্পতিবার সকালে নানিয়ারচর উপজেলা পরিষদের নিজ কার্যালয়ে যাওয়ার সময় দুবৃর্ত্তরা তাকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করলে তিনি নিহত হন। শক্তিমান চাকমা সংস্কারপন্থি নামে পরিচিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের শীর্ষ নেতা ছিলেন।
পুলিশ জানায়, নানিয়ারচর উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে ওৎ পেতে থাকা দুবৃর্ত্তরা এলোপাথারী গুলি করলে উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা ও রুপন চাকমা নামে তার অপর সহকারী গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় দুই জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎিসক শক্তিমান চাকমাকে মৃত ঘোষণা করেন।
আহত রূপন চাকমা নামে অপর সহকারী নানিয়ারচর স্বাস্থ্য কমেপ্লক্সে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় নানিয়ারচরে মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানান, এক দল দুর্বৃত্ত আজ সকালে চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। তবে কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।