চট্টগ্রাম কবিতা পরিষদের নতুন কমিটি, লোগো উম্মোচন ও ইফতার মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম নগরীর হোটেল ফেভার ইনে বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের উপস্থিতিতে চট্টগ্রাম কবিতা পরিষদের লোগো উন্মোচন, কমিটি ঘোষণা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিশিষ্ট কবি ও সাহিত্যিক আরিফ চৌধুরীর সভাপতিত্বে কবি সাইমুন নজরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের পালি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. জিনুবোধী ভিক্ষু, বিশিষ্ট কবি ও গবেষক এবিএম ফয়েজ উল্যাহ, চট্টগ্রাম জেলা আওয়ামী পেশাজীবী লীগের সভাপতি সাংবাদিক মহিউদ্দিন ইকবাল। সভায় বক্তারা বলেন, কবিতা সমাজ বদলের হাতিয়ার, কবিতার মাধ্যমে সমাজের কলুষিত জীবনকে সুন্দর ও সৌন্দর্যময় করে গড়ে তোলা সম্ভব।কবিরা ভাবনায় যা আসে সেটাকে ভাষা ও শব্দের মধুরতায় ভরিয়ে তুলতে পারে।কবিতা জীবনের কথা বলে, পথচলার নতুন দিক নিদেশ করে। তাই কবিতা পরিষদ ও নতুন চেতনায় কবিদের নতুন পথ দেখাবে বলে আশা করতে পারি। সংগঠনের নতুন অগ্রযাত্রা সফল হোক, সুন্দর হোক আগামী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি মো: বেলাল উদ্দিন, কবি শেখ আনোয়ার হোসেন রানা, কবি আনজানা ডালিয়া, কবি মো: আমান উল্যাহ, কবি ও লেখক আবদুল্লাহ মজুমদার, কলাম লেখক মঈন উদ্দিন, কবি স্বপন সেন, কবি আহমেদ পলাশসহ প্রমুখ। ইফতার মাহফিল শেষে কবিতা পরিষদের কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন, চট্টগ্রামের বিশিষ্ট লেখক কবি ও গবেষক এবিএম ফয়েজ উল্যাহ। কবি ও সাহিত্যিক আরিফ চৌধুরীকে সভাপতি করে সাধারণ সম্পাদক নির্বাচিত হয় কবি সাইমন নজরুল। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইলিয়াছ বাবর, তথ্য ও প্রচার সম্পাদক আকাশ ইকবাল, মানবাধিকার ও গবেষণা সম্পাদক আহমেদ পলাশ অর্থ ও অপ্যায়ন সম্পাদক সজল কান্তি দাশ। এছাড়া ৩৫ জনকে নির্বাহী পরিষদের সদস্য ও ৪২ জন কে সাধারণ পরিষদের সদস্য করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30