খাগড়াছড়িতে বাংলানিউজের প্রতিষ্টাবার্ষিকী পালিত

॥ মোহাম্মদ আবু তৈয়ব, খাগড়াছড়ি ॥ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাংলানিউজের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে রবিবার (১ জুলাই) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাব হলরুমে কেক কেটে অনুষ্টানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।
খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মোহাম্মদ শাহেল, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট নাছির উদ্দিন আহম্মেদ, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, বাংলানিউজের স্টাফ অপু দত্ত।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, প্রযুক্তির কারণে মানুষের জীবনধারায় পরিবর্তন এসেছে। এখন ঘুম থেকে উঠেই মানুষ অনলাইন থেকে সর্বশেষ আপডেট নিচ্ছে। নাস্তা খেতে খেতে দেখছে টিভি। ঘটনা জানার জন্য খুব কম মানুষ পরের দিনের পত্রিকার অপেক্ষায় থাকেন। মুলত টেন্ডার, নিয়োগ বিজ্ঞপ্তিসহ এমন গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য মানুষ পত্রিকা রাখেন।
‘পাহাড়ে পর্যটন’ শিরোনামে বাংলানিউজের বিশেষ আয়োজনের প্রশংসা করে বলেছেন, ‘পার্বত্য অঞ্চলে পর্যটন সম্ভাবনা নিয়ে বাংলানিউজ যে ধারাবাহিক কাজ করেছে এতে খাগড়াছড়ির লাভজনক হচ্ছে। পর্যটকরা জানতে পেরেছে প্রকৃতির লুকিয়ে থাকা সৌন্দর্যের কথা। তিনি এমন কর্মকান্ড অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বাংলানিউজের সাফল্য কামনা করেছেন।
খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কাজী মোহাম্মদ শাহেল বলেন, ‘৮বছরে বাংলানিউজ স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। তাৎক্ষনিক বস্তুনিষ্ট সংবাদের জন্য দিনে দিনে পাঠকের মন জয় করে নিচ্ছে। তিনি বাংলানিউজের নিয়মিত পাঠক উল্লেখ করে প্রতিষ্ঠানটি পাঠকের বস্তুনিষ্ট সংবাদের চাহিদা পূরণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট নাছির উদ্দিন আহম্মেদ বলেন, ‘প্রযুক্তির ভালো খারাপ দুটিই আছে। আমেরিকার নির্বাচনে মিডিয়ার পক্ষপাত মুলক আচরণে নির্বাচনে মোড় ঘুরিয়ে দেয়েছি। সেখান থেকে আমাদেরও শিক্ষা নেয়ার আছে। রাষ্ট্র পরিচালনায় মিডিয়ার ভূমিকা অপরিসীম। তথ্য প্রযুক্তির দিনে অনলাইনের জয়গান আরো বাড়বে বলে জানান তিনি।
খাগড়াছড়ি প্রেস ক্লাবেবর সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ বলেন, দিনে দিনে পত্রিকার পাঠক কমছে। বাড়ছে অনলাইন পত্রিকার চাহিদা। আর পাঠককে অনলাইনমুখি করার ক্ষেত্রে বাংলানিউজের ভূমিকা অপরিসীম। মিডিয়া জগতে বাংলানিউজ একটি শক্তিশালী প্রতিষ্ঠান বলে জানান তিনি।
খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়–য়া জানান, দেশে অনলাইনের পত্রিকার ভীড়ে বাংলানিউজ অন্যতম। যেকোন ঘটনা তাৎক্ষনিক পাঠকের সামনে তুলে ধরতে পারার কারণে দ্রুত মানুষের মন জয় করতে পেরেছে। তিনি অনলাইন নীতিমালা তৈরির উপর গুরুত্বারোপ করেন। উক্ত অনুষ্ঠানে খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
এদিকে আলোচনা সভা শেষে বাংলানিউজের ৮ম বর্ষপূর্তির কেক কাটা হয়।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031