চট্টগ্রাম জেলার রাংগুনিয়া থানাধীন শান্তির হাট বাজারের একটি ঘরে বলপূর্বক আটক রেখে শিশু নির্যাতনের অভিযোগে কামাল উদ্দিন (২৫) কে গ্রেফতার ও তার হেফাজত থেকে ৩৯৫ পিস ইয়াবা ও ১১ জন নির্যাতিত শিশুকে উদ্ধার করেছে র্যাব-৭। ১। র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র্যাবের প্রতিষ্ঠালগ্ন থেকে ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, ডাকাত, খুনি, বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী, মানবপাচারকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
২। অদ্য ০৩ আগস্ট ২০১৮ ইং তারিখে জনৈক মোঃ আব্দুর রহিম (৫৫), পিতা- মৃত তৈয়ব আলী, গ্রাম- গোলাম আহাদ রোড, পোঃ এরশাদনগর, থানা- টঙ্গী, জেলা- গাজীপুর, র্যাব-৭, চট্টগ্রামে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন যে, তার ছেলে ভিকটিম মোঃ ইয়ামিন (১৫) সহ আরো অনেক গুলো ছেলে রাঙ্গুনিয়া থানার শান্তির হাট একটি হোটেলে আটকা অবস্থায় আছে। এই সংবাদের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম ০৩ আগস্ট ২০১৮ ইং তারিখ ১৮২৫ ঘটিকার সময় সিনিয়র এএসপি মিমতানুর রহমান, পিপিএম এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার রাংগুনিয়া থানাধীন শান্তির হাট বাজারের একটি ঘরে অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম ১। মোঃ ইয়ামিন (১৫), পিতা- মোঃ আব্দুর রহিম, গ্রাম- গাজীপুরা, থানা- টঙ্গী, জেলা- গাজীপুর, ২। মোঃ ওমর ফারুক (১৭), পিতা-মোঃ মোসÍফা কামাল, গ্রাম- কালীকাপন, থানা- কোতোয়ালী মডেল থানা কুমিল্লা, জেলা- কুমিল্লা, ৩। মোঃ সৌরভ (১৪), পিতা- মোঃ রুস্তম আলী, গ্রাম- চন্দনাবাজার, থানা- লাকসাম, জেলা- কুমিল্লা, ৪। মোঃ অনিক (১৫), পিতা- আব্দুল লতিফ, গ্রাম- জগৎপুর, থানা- দাগঞভ্ইূয়া, জেলা- ফেনী, ৫। মোঃ আরাফাত (১৪), পিতা- মোঃ হানিফ, গ্রাম- বালুখালী, থানা-হাটহাজারী মডেল থানা, জেলা- চট্টগ্রাম, ৬। মোঃ রাসেল (১৬), পিতা- মোঃ জসিম, গ্রাম- করেরগাঁ, ৭। মোঃ সুজান (১৫), পিতা- মোঃ সুমন, গ্রাম- আলকরা বাজার, থানা- কোতোয়ালী মডেল থানা কুমিল্লা, জেলা- কুমিল্লা, ৮। মোঃ মারুফ (১২), পিতা- আজাদ, গ্রাম- আনোয়ারা, থানা- আনোয়ারা, জেলা-চট্টগ্রাম, ৯। মোঃ আব্দুল হাই (১৬), পিতা- মোঃ আলী হোসেন, গ্রাম- সাকিরা, থানা- লামকসাম, জেলা- কুমিল্লা, ১০। মোঃ শাহীন (১২), পিতা- মোঃ কামাল, গ্রাম- হরিগঞ্জ, থানা- ভোলা সদর, জেলা- ভোলা, ১১। মোঃ সাব্বির হোসেন (১০), পিতা- মোঃ সালাউদ্দিন, গ্রাম- মহুয়া, থানা- লাকসাম, জেলা- কুমিল্লাদেরকে উদ্ধারসহ জোরপূর্বক আটকৃত শিশু নির্যাতন কারীদের ০১ জন সদস্য মোঃ কামাল উদ্দিন(২৫), পিতা-মৃতঃ দ¦ীন মোহাম্মাদ, মাতা-মোসাঃ জান্নাতুল ফেরদৌস, সাং-লুসাইপাড়া (তাহের মেম্বারের বাড়ী),পোঃ শান্তির হাট, থানা-রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রামকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর দেহ তল্লাশী করে ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ঘর তল্লাশী করে ০২ টি চাবুক ও ০৭ টি কন্ডমের প্যাকেট উদ্ধার করাহয়। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, একটি শিশু পাচারকারী চক্র রয়েছে যারা বিভিন্ন কৌশলে ঘর থেকে পালিয়ে আসা ও রেলস্টেমন, বাসস্টেশনসহ বিভিন্ন যায়াগার ঘুরতে থাকা অসহায় শিশুদের প্রলোভন দেখিয়ে বিভিন্ন যায়গায় বিক্রি করে দেয়। সে ঐ চক্রের একজন সক্রিয় সদস্য। ৩। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার রাংগুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।