চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছে, জাতীয় নির্বাচনের আগে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে জামাত-শিবিরের নেটওয়ার্ক তৎপর হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা উস্কানীমূলক উত্তপ্ত অপপ্রচার চালাচ্ছে। স্কুলের কোমলমতি শিক্ষার্থীদেরকে তারা ঢাল হিসেবে ব্যবহার করছে। এই পরিস্থিতি অস্বস্থিকর এবং ধৈর্যের সীমা লঙ্ঘন করছে। আমাদেরকে পরিস্থিতি মোকাবেলায় জনসম্পৃক্ততা বাড়াতে হবে। তাই তৃণমূল স্তরের নেতা-কর্মীদের অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আজ বিকেলে চকবাজার থানা আওয়ামীলীগের কার্যকরী পরিষদের সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। তিনি আরো বলেন, আমাদেরকে বুঝতে হবে দলকে আবারও ক্ষমতায় আনতে হলে যে-কোন মূল্যে বৈরী পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তা নাহলে আঘাত শুধু আমাদের উপরই আসবে না বাঙালি জাতিসত্তার অস্তিত্ব বিপন্ন হবে। এই সত্য উপলব্ধি করে দলীয় শক্তির ঐক্যকে অটুট রাখতে হবে। এবং মিলে-মিশে এক সঙ্গে থাকতে হবে। চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহাবউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনসারুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন কাজী মোজাম্মেল হক খোকা, সিরাজুর রহমান, আমিনুল হক চৌধুরী, শেখ হারুনুর রশিদ, ফারুক খালেক চৌধুরী, মমতাজ খান, হাফিজুর রহমান খান, জাফর আহমদ চৌধুরী, সাইফুল ইসলাম ভূইঁয়া রাসেল, দিদারুল আলম, মো: আবু ফয়সাল চৌধুরী, নুরুল হুদা বাচ্চু, কামরুল হাসান, শামসুল আলম, রতন ভট্টাচার্য্য, অনিমা কামাল, জাফর আহমদ বাবুল সদ্দার, মঈন উদ্দিন চৌধুরী মিন্টু, অধ্যাপক সেকান্দার, আমিনুল ইসলাম, সুজাদ্দৌলা হক বাবুল, সুমন চৌধুরী, দিন মোহাম্মদ দিলু, মো: নাজিম উদ্দিন, আবুল কালাম আজাদ, অমর কান্তি দত্ত, আবু জাফর মোহাম্মদ ফজলল করিম, আবুল কালাম, লায়ন নজরুল ইসলাম, এখলাসুর রহমান, শহীদুল আলম, ফজলুর বারী খসরু, মোহাম্মদ গিয়াস উদ্দিন কাউন্সিলরস, মো: ইউনুস কোম্পানী, আবুল বশর, হাসান মুরাদ, আয়েশা আলম চৌধুরী, ফজলুল আহমদ রজু, নুরুল আজিম, শহীদ সরওয়ার মেক্সিম, সরওয়ার আলম, নারায়ণ চন্দ্র দাশ, মো: নাসির, আখতার বেগম, খোরশেদ আলম জনি, এড. শাহেদুল আজম, নজরুল ইসলাম মনু, নাজমুল হক বাচ্চু, মো: হারুন, মো: সোলায়মান, সরওয়ার উদ্দিন, আলী নেওয়াজ খান পারভেজ প্রমুখ।