রামগড়ে ইউপিডিএফ প্রসীত গ্রুপের ভূমি দখলের চেষ্টা

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ের পাতাছড়া এলাকায় জোর পূর্বক ভূমি দখল করছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপ।

জানা যায়, গত ২৩ই মে (বুধবার) রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের গরুকাটা এলাকায় জনৈক বাঙালি জগদীশ চন্দ্র নাথ (৫৫) এর মালিকানাধীন জায়গায় জোরপূর্বক একটি স্কুল ঘর তোলার চেষ্টা করে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সশস্ত্র দল।
এদিকে বাঙালি জগদীশ চন্দ্র নাথ (৫৫) স্কুল ঘর নির্মাণের জন্য স্বেচ্ছায় অনুদান হিসাবে জায়গা দিতে সম্মত হয়। কিন্তু ইউপিডিএফ প্রসীত গ্রুপ উক্ত বাঙালির বিপক্ষে গিয়ে তাদের পছন্দমত জায়গায় জোরপূর্বক ঘর তোলার প্রচেষ্টা চালায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তি নিরাপত্তাহীনতার ভয়ে ইউপিডিএফ প্রসীত গ্রুপ এর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোন অভিযোগ দিতে নারাজ বলে জানা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমস্যা নিরসনে রামগড় বিজিবি জোন সদর এ ব্যাপারে জায়গার মালিকের সাথে যোগাযোগের চেষ্টা করে। সম্প্রতি, সিন্দুকছড়ি সেনা জোনের বাটনাতলী আর্মি ক্যাম্প এবং রামগড় বিজিবি জোনের খাগড়াবিল সিআইও ক্যাম্প হতে টহল দল ঘটনাস্থলে গমনপূর্বক স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারে যে, উক্ত জায়গায় স্কুল ঘর নির্মাণ কাজ পরিত্যাগ করা হয়েছে। কিন্তু পরবর্তীতে রাতের আঁধারে গত ১০ই সেপ্টেম্বর ২০১৮ তারিখে ইউপিডিএফ প্রসীত গ্রুপ কর্তৃক স্কুল ঘরের ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়।
এদিকে গত ১৬ সেপ্টেম্বর (রবিবার) স্কুলটি চালু করার জন্য অনুমতি পেতে উক্ত এলাকা থেকে ২টি মোটর সাইকেল যোগে ৪ জন উপজাতি ও ১ জন বাঙালি রামগড় উপজেলা শিক্ষা অফিসে একটি আবেদন পত্র জমা দিতে গেলে উপজেলা অফিসের অফিস সহকারী আবেদনটি গ্রহণ করতে অস্বীকৃতি জানান এবং পরবর্তীতে উপজেলা শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলে আবেদনটি জমা দিতে বলেন।
উপজাতিরা আবেদনটি জমা না দিয়ে জগদীশ চন্দ্রের বাড়িতে গিয়ে স্কুলের নামে জমিটি লিখে দিতে বলেন। জমির মালিক জমিটি স্কুলের নামে লিখে দিবে না বলে জানিয়ে দেন। জমির মালিককে লিখিত অভিযোগ দিতে বললে সে ভয় পাচ্ছেন বলে জানান এবং কারা এর সাথে জড়িত তাদের নাম ও পরিচয় জানেন না বলে অবহিত করে। পরবর্তীতে পাহাড়ী ৪ জন উপজাতি ব্যক্তি কর্তৃক আবেদনপত্রটি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জমা করা হয়।
এদিকে রামগড় বিজিবি জোন সদর কর্তৃক স্থানীয় উপজেলা থেকে আবেদন এর কপি সংগ্রহ করা হয়। তাতে আবেদনকারী বিষু কুমার ত্রিপুরার নাম উল্লেখ থাকায় টহল দল তাকে খোঁজার চেষ্টা করে কিন্তু বিষু পলাতক রয়েছে বলে জানা যায়। আবেদনপত্রটির গ্রহনযোগ্যতা প্রমানের জন্য মূলত বাঙালি সদস্যসহ ইউপিডিএফ প্রসীত গ্রুপের সদস্যরা উক্ত আবেদন দাখিল করে বলে প্রতীয়মান। যদিও আবেদনপত্রে কোন বাঙালি সদস্যের নাম নাই।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রামগড় বিজিবি জোন সদর হতে রামগড় উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করা হলে বাঙালি জগদীশ চন্দ্র নাথের জায়গায় অবৈধভাবে স্কুল ঘরটি স্থাপন করায় উপজেলা প্রশাসনের পক্ষে উহার অনুমতি প্রদান করা হবে না বলে জানা গেছে।http://deshjanata.com

মুক্ত গণমাধ্যম চাই : সকল গণমাধ্যমে এক নীতিমালা, তথাকথিত ওয়েজ বোর্ড বাতিল, নিজস্ব বেতন বোর্ড, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালা নিয়ন্ত্রণ মুক্ত, প্রয়োজনীয় কাঁচামালের মূল্য কমানো ও মফস্বলের পত্রিকাগুলো সুযোগ-সুবিধা বৃদ্ধি করে টিকিয়ে রাখতে হবে

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
2930