প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বলেছেন, প্রফেসর ফজলুল হক দীর্ঘসময় ধরে শিক্ষকতার পেশায় থেকে সমাজকে আলোকিত করে যাচ্ছেন। তার ছাত্ররা অনেকেই আজ রাষ্ট্র ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শিক্ষক হিসাবে ফজলুল হক সফল ও সার্থক। কারণ তিনি নিজেকে শুধু শিক্ষকের গণ্ডিতে আবদ্ধ রাখেননি দেশাত্মবোধ, মানবতাবোধ ও সমাজ নিয়ে তার চিন্তার বিস্তার ঘটাতে তিনি কলম ধরেছেন, যে কলম দিয়ে তিনি সমাজ পরিবর্তনের অবিরাম সংগ্রাম করে যাচ্ছেন। তিনি একজন মুক্ত চিন্তার লেখক। রাষ্ট্র ও সমাজের জন্য যাই ভালো মনে করেন তাই লেখেন। আর এরূপ লিখতে পারেন বলেই তিনি পাঠকের মানসে ঠাঁই করে নিয়েছেন। গত ৬ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে প্রফেসর ফজলুল হক জন্মদিন শুভেচ্ছা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রফেসর ফজলুল হক জন্মদিন উদ্ যাপন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। জন্মদিন উদ্ যাপন পরিষদের আহ্বায়ক জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আ ফ ম মোদাচ্ছের আলীর সঞ্চালনায় স্মারক অনুষ্ঠানের শুরুতে প্রফেসর ফজলুল হককে জন্মদিন উদ্ যাপন পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়, পরে অতিথি ও সুধীবৃন্দ প্রফেসর ফজলুল হকের জন্মদিনের কেক কাটেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধকালীন যৌথ বাহিনীর পূর্বাঞ্চলীয় ডেপুটি কমান্ডার, সাবেক এমএনএ আবু ছালেহ। অতিথি ছিলেন, পোর্ট সিটি ইউনিভার্সিটির ডিন প্রফেসর ড. ফসিউল আলম, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চবি শিক্ষক প্রফেসর ড. মো. বশির আহমদ ও প্রফেসর ড. মঈনুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন জন্মদিন উদযাপন পরিষদেন সদস্য অধ্যক্ষ আবু তালেব বেলাল। বক্তব্য দেন চবি শিক্ষক ড. জিনোবোধি ভিক্ষু, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ, দৈনিক পূর্বদেশের যুগ্ম সম্পাদক আবু তাহের মুহাম্মদ, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর এস এম সোহেল, কাউন্সিলর মোহাম্মদ জয়নাল আবেদীন, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সহযোগী সম্পাদক কামরুল হাসান বাদল, বিএফইউজের সহ–সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিইইউজের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, দৈনিক পূর্বকোণের সহকারী সম্পাদক আবসার মাহফুজ, শিক্ষাবিদ এফ মাহমুদুর রহমান, আবদুল কুদ্দুস, অধ্যাপক ড. মাসুম চৌধুরী, সংগঠক দেওয়ান মাকসুদ আহমেদ, বঙ্গবন্ধু একাডেমি হালিশহরের আহ্বায়ক এজহারুল হক, হালিশহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, এসএম আবু তাহের, শিশু সাহিত্যিক এমরান চৌধুরী, রমজান আলী মামুন, সাঈদুল আরেফীন, আবুল কালাম বেলাল, অধ্যাপক শামসুদ্দিন শিশির, লেখক মনসুর নাদিম, আবদুল হাই, ইঞ্জিনিয়ার মনিরুল আলম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পূনর্বাশন সোসাইটির পক্ষ থেকে এম.কে মোমিন, কাজী মুরাদ মাইজভান্ডারী, মোঃ হানিফ মাইজভান্ডারী, আবদুল হাকিম নাহিদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাহিত্য পাঠ চক্র চট্টগ্রামের আসিফ ইকবাল, মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, রাজিব রাহুল, সমীরণ বড়ুয়া প্রমূখ। অনুষ্ঠানে প্রফেসর ফজলুল হককে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানান, দাঁড়িকমা প্রকাশনী, সাহিত্য পাঠচক্র, মুক্তিযুদ্ধ একাডেমি, বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র, ঘাসের ডগায় শিশির সাহিত্য পরিষদ, ছড়াকার সংসদ, পুর্বাশার আলো, প্রত্যয়, ঐতিহ্য, চট্টগ্রাম পোর্ট এজেন্ট স্টিভিডরস এন্ড কন্ট্রাক্টরস এমপ্লয়িজ ইউনিয়ন, নিজে গড়ি, মোরশেদ আলম, চট্টগ্রাম সাহিত্য পরিষদ, তমাল বড়ুয়া, স্বরূপ দত্ত রাজু, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে জন্মদিন উপলক্ষে প্রকাশিত স্মারক ‘কাণ্ডারী’র মোড়ক উন্মাচন করেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।