নগরীর দক্ষিন পতেঙ্গা (৪১নং ওয়ার্ডস্থ) চরপাড়া বেড়ীবাধ এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পতেঙ্গা থানা পুলিশ। লোকটির বয়স আনুমানিক ৩০-৩২ বছর হবে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৃহস্পতিবার রাতে প্রচণ্ড জোয়ারে লাশটি ভেসে আসে পাথরের ব্লকে আটকে পড়ে। তবে এখনো পর্যন্ত লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি। স্থানীয় লোকজন ১২অক্টোবর শুক্রবার আনুমানিক ২ টার সময় সমুদ্র সৈকতের পাথরের ব্লকে লাশটি দেখতে পেয়ে মোবাইল ফোনে পতেঙ্গা থানা পুলিশে খবর দিলে বিকেল সাড়ে ৪টায় ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগীতায় লাশটি উদ্বার করতে সক্ষম হয়। এব্যাপারে থানা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাকে লাশটির বিষয়ে জানতে চাইলে, পুলিশ জানাই মোবাইল ফোনে খবর বিকেলেই লাশটি উদ্ধার থানায় এনে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তবে সন্ধ্যা পর্যন্ত লাশটির কোন পরিচয় মেলেনি। থানায় একটি অপমৃত্যুর ডায়রী রুজু হয় বলে জানান।