দৈনিক গিরিদর্পণের সম্পাদক/প্রকাশক চারণ সাংবাদিক,বাংলাদেশ নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা‘র) উপদেষ্ঠা জনাব এ কে এম মকছুদ আহমদের আশু রোগমুক্তি কামনায় এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
গত ১৮ নভেম্বর ২০১৮ ইং বিকাল ৪ ঘটিকায় দৈনিক গিরিদর্পণ চট্টগ্রাম অফিস ৪০,মোমিন রোড (৩য় তলা) কর্যালয়ে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী,চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্ঠা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এনামুল হক চৌধুরী মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন।অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক গিরিদর্পনের চট্টগ্রাম ব্যুরো চীফ এম কে মোমিন, এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেলিম সরোয়ার, কাজী মুরাদ মাইজভান্ডারী, মো. আবুল কাশেম, মো. হানিফ মাইজভান্ডারী, সামশুল করিম লাভলু, সরৗয়ার চৌধুরী মানিক, মো: মুছা খান, মো. জাহাঙ্গীর সিদ্দিকী, শাহিনুর বেগম, মনি বেগম, মরিয়ম বেগম, দিদারুল আলম দুলাল, মাহাবুবুর রহমান, মো. মুজিব, মো. রাসেল প্রমুখ।