ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ টাইগাররা। ক্যারিয়ারে ২০০ ওয়ানডে ক্যাপ পরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে জয় উপহার দিয়েছেন মুশফিক-মুস্তাফিজরা। প্রথমে মাশরাফি-মুস্তাফিজের বোলিং তোপে দুইশ’ রানের আগে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ফিফটি করে ৫ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়েন মুশফিক।
রোববার শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট নেয় বাংলাদেশ। কিন্তু মাশরাফির সঙ্গে মুস্তাফিজ-সাকিবদের দারুণ বোলিংয়ে ১৯৫ রানে আটকে যায় তারা। অলআউট হলেও রান বাড়াতে পারেনি তারা। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলের দুই ওপেনার তামিম-লিটন সতর্ক শুরু করেন। দু’জনে তুলে ফেলেন ৩৭ রান। এরপর চেজের বলে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। তার আউটের পরই ক্রিজে এসে বোল্ড হয়ে ফেরেন ইমরুল কায়েস।
এরপর ভরসা দিতে থাকা লিটনও ফেরেন বোল্ড হয়ে। দ্রুত রান তুলতে থাকা সাকিবও ফেরেন সেট হয়ে।
ক্রিজে আছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ। মুশফিক ৪৭ রানে ব্যাট করছেন। তার সঙ্গী থাকা সৌম্য সরকার ফিরেছেন ১৯ রান। এর আগে লিটন দাস নিজের ৪১ রানের মাথায় বোল্ড হয়ে যান। তার পর ক্রিজে আসা সাকিব ফেরেন ২৬ বলে ৩০ রান করে। এর আগে ১২ রান করে ফেরেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড রান করা ইমরুল কায়েস ৪ রান করে আউট হন।
শুরুতে ব্যাট করে ‘ওয়েস্ট ইন্ডিয়ান্সরা’ ৯ উইকেটে ১৯৫ রান তোলে। সাকিবদের লক্ষ্যে দেয় ১৯৬ রানের। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার শাই হোপ। এছাড়া রোস্টন চেজ ৩২ ও কেমো পল করেন ৩৬ রান। বাংলাদেশের হয়ে মাশরাফি ও মুস্তাফিজ নেন তিনটি করে উইকেট।