বীর মুক্তিযোদ্ধা শহীদ নাজিম উদ্দিন স্মরণে আলোচনা সভা বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির চট্টগ্রাম চেরাগী পাহাড়স্থ কার্যালয়ে ৮ ডিসেম্বর শনিবার বিকাল ৫টায় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এম এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের মহাসচিব এম কে মোমিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সভাপতি জনাব বখতেয়ার উদ্দিন খান। এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ফজল বারী, বন্দর থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি নিয়াজ আহমদ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন কবির, জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন,এ্যাভোকেট এম এ হান্নান, আইন সম্পাদক এডভোকেট খোরশিদ আলম (মুক্তিযোদ্ধার সন্তান) সাংগঠনিক সম্পাদক কাজী মুরাদ মাইজভান্ডারী, কৃষি সম্পাদক সেলিম সরওয়ার, মহিলা সহ-সম্পাদিকা কবি জান্নাতুল ফেরদৌস সোনিয়া, সহ-প্রচার সম্পাদক সাহিনুর আক্তার, সাংবাদিক মো. কামাল হোসেন, কার্যকরী সদস্য হানিফ মাইজভান্ডারী, মনি বেগম, মরিয়ম বেগম, জনতা লীগের মহানগর সাধারণ সম্পাদক এস এম আবু তাহের, শেখ ফরিদ প্রমুখ।