॥ নিজস্ব প্রতিবেদক ॥ সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার মানুষের অভাব অভিযোগ তুলে ধরতে সাংবাদিকদের অনুরোধ জানিয়েছেন পার্বত্য অঞ্চলের সংবাদপত্রের মহাগুরু দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদ। তিনি বলেন, কারো বিরুদ্ধে সংবাদ পরিবেশন করে যে কাউকে ছোট ও কারা যায় বড়ও করা যায়। কিন্তু সঠিক সংবাদ পরিবেশনে মাধ্যমে একজন সংবাদকর্মী নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।
গতকাল রাঙ্গামাটি জেলায় বেসরকারী টিভি চ্যানেল ৭১ টিভির মোবাইল টিভি সাংবাদিকতার উপর দিন ব্যাপী সংক্ষিপ্ত প্রশিক্ষণের সনদপত্র বিতরণ কালে তিনি এ কথা বলেন।
৭১ টিভি রাঙ্গামাটি জেলা প্রতিনিধি উচিংছা রাখাইন কায়েস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিতি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক রাঙ্গামাটির সম্পাদক আনোয়ার আল হক, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নুরুল আজম, এটিএন বাংলা রাঙ্গামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তী, একুশে টেলিভিশনের রাঙ্গামাটি প্রতিনিধি সত্রং চাকমা, বাংলাভিশন রাঙ্গামাটি প্রতিনিধি ও বাংলাদেশ বেতারের রাঙ্গামাটি জেলা সংবাদদাতা নন্দন দেবনাথ বক্তব্য রাখেন।
এর আগে দিন ব্যাপী প্রশিক্ষণে রাঙ্গামাটি জেলার ১০ উপজেলার ১০ জন সাংবাদিককে টিভি সাংবাদিকতার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন এটিএন বাংলা রাঙ্গামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তী। এছাড়া টেলিভিশন ক্যামেরা বিষয়ে বিভিন্ন শট তোলার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা ও প্রশিক্ষণ প্রদান করেন গাজী টিভির রাঙ্গামাটি প্রতিনিধি মিল্টন বাহাদুর।