ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির ধারাবাহিক কার্যক্রমের মধ্যে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ০৫/০৮/২০১৯ রোজ রবিবার ডা. খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহন করেন ডা. খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষীকাবৃন্দ এবং ৮ম, ৯ম ও ১০ম শ্রেনীর কিশোরী মেয়ে শিক্ষার্থীগণ। উক্ত সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মিসেস শাহেদা আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. জি এম তৈয়ব আলী, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জনাব সুমন চন্দ্র দেব নাথ, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জনাব লাক্রাইন চাক, ইউএসআইডি ও উজ্জীবন এর ডেপুটি ম্যানাজার মিসেস জামিলা সিদ্দীকাসহ প্রমুখ। ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জনাব সুমন চন্দ্র দেব নাথ। অনুষ্ঠানের সভাপতি মিসেস শাহেদা আক্তার সভার উদ্দ্যেশ্য ও তাৎপর্য নিয়ে আলোকপাত করেন। প্রধান অতিথি হিসেবে ডা. জি এম তৈয়ব আলী বলেন সরকার বিনামূল্যে ডেঙ্গু রোগীদের স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন ডেঙ্গু প্রতিরোধে সরকার ও উন্নয়ন সহযোগী সংস্থার জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচীর পাশাপাশি ব্যাক্তিপর্যায়ে সচেতন হওয়ার প্রতি গুরুত্ব দেন। এছাড়াও সকলকে ডেঙ্গু নিয়ে আতংকিত না হওয়ার জন্য আহবান জানান।