দেশব্যাপী ডেঙ্গুর বিস্তার রোধ করতে সরকার যখন নানা পদক্ষেপ নিচ্ছে সেসময় জনগণের পাশে না দাঁড়িয়ে সরকারের সমালোচনায় ব্যস্ত বিএনপি। কিন্তু দলটির নিজেদের কার্যালয়ের সামনেই ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা পাওয়া গেছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় নগরের নুর আহম্মদ সড়কে। সড়কটির সামনে দিয়ে যাওয়ার সময় আজ মঙ্গলবার ফোয়ারাটিতে পানি জমে থাকতে দেখা যায়। ফোয়ারার কাছে গেলে দেখা যায়, পানির মধ্যে অসংখ্য এডিস মশার লার্ভা। চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ের সামনের ফোয়ারাটিতে টানা এক সপ্তাহ ধরে পানি জমে থাকলেও তা পরিষ্কারের উদ্যোগ নেয়নি দলটির কোন নেতা-কর্মী।
এ বিষয়ে ভ্রাম্যমাণ এক চা বিক্রেতার কাছে জানতে চাইলে সে জানায়, প্রতিদিনই এই সড়কের সামনে দিয়ে যায় সে। প্রায় এক সপ্তাহ ধরে কার্যালয়ের সামনের ফোয়ারাটিতে পানি জমে আছে।
এ বিষয়ে বিএনপি কার্যালয়ে উপস্থিত এক নেতার কাছে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
স্থানীয় বাসিন্দা রোবায়েত বলেন, টানা তিন দিন পানি জমে থাকলেই সেখানে ডিম পাড়ে এডিস মশা। অথচ প্রায় এক সপ্তাহ ধরে এখানে পানি জমে থাকলেও বিএনপির কেউ পানি পরিষ্কার করেনি। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, সরকার ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার লার্ভা ধ্বংস করছে। পাশাপাশি সিটি কর্পোরেশন জনগণকে সচেতন করতে প্রচারণা চালাচ্ছে। কিন্তু বিএনপি শুধু সমালোচনা করেই ক্ষান্ত। তিনি প্রশ্ন করেন, যে দলের কার্যালয়ের সামনেই এডিস মশার বংশবিস্তারের উপযুক্ত স্থান রয়েছে তারা সরকারের সমালোচনা করে কিভাবে?
নুর আহম্মদ সড়কের এক স্থানীয় ব্যবসায়ী বলেন, শুধু সমালোচনা না করে বিএনপির নিজেদেরও এডিস মশার লার্ভা ধ্বংস করার কাজে এগিয়ে আসতে হবে। সরকারের সমালোচনা করা সহজ, কিন্তু নিজেদের দায়িত্ব পালন না করে যারা শুধু সমালোচনা নিয়ে ব্যস্ত তাদের অন্য উদ্দেশ্য আছে। বিএনপি ডেঙ্গুর রোধ চায় না। তারা চায়, ডেঙ্গু নিয়ে অপপ্রচার চালাতে। সরকারকে বেকায়দায় ফেলানোই তাদের উদ্দেশ্য।