॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটিতে ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশনের মামলার নিস্পত্তির প্রথম বৈঠককে ঘিরে শহরে উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল ২৩ ডিসেম্বর সোমবার রাঙ্গামাটি জেলা পরিষদে ভ’মি কমিশনের অফিসের সামনে সকাল থেকে রাস্তায় ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করছে রাঙ্গামাটি শহরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতা কর্মীরা। ২ ঘন্টার বেশী সময় ধরে রাস্তায় ব্যারিকেড দিয়ে বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা ভ’মি কমিশন আইন বাতিলের দাবীতে বিক্ষোভ করে। এ সময় শহরে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।
এ সময় রাস্তায় আটকা পড়েছে ভুমি কমিশন চেয়ারম্যান বিচারপতি আনোয়ার আলো হক, আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা, বান্দরবান বোমাং রাজা সহ কমিশনের সদস্যরা।
পরে ভূমি কমিশনের চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতাকর্মীদের ডেকে কথা বলেন। এ সময় চেয়ারম্যান চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক তাদেরকে তাদের দাবী দাওয়া নিয়ে কমিশনের বৈঠকে কথা বলার পরামর্শ প্রদান করেন। চেয়ারম্যানের আশ্বাসের প্রেক্ষিতে বাঙ্গালীরা ব্যারিকেড তুলে নিলেও রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ সমাবেশ করছে।
এদিকে নাগিরক পরিষদ ব্যারিকেড তুলে নিলে ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক রাঙ্গামাটি জেলা পরিষদ নতুন ভবনে উপস্থিত হয়ে বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছে।
পরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ ভূমি কমিশনের আইন বাতিলের দাবীতে প্রধানমন্ত্রী ও ভূমি কমিশন চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি পেশ করেন। এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।