সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সবক্ষেত্রে তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার করতে হবে ঃ চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছেন। ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব। তথ্য প্রযুক্তি বর্তমানে মানুষের হাতের মুঠোয়। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সবক্ষেত্রে তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন কিছু ব্যতিক্রমধর্মী চোখে পড়লেই শেয়ার করা উচিত নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা কিছু প্রকাশ করা হয় তার সবটাই সত্য নয়। সমাজকে অস্থীতিশীল করার জন্য স্বার্থান্বেষীরা অনেক সময় বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে। যে বিষয় ঘটার সম্বাবনা নেই বা না ঘটা সত্বেও ঘটেছে বলে প্রকাশ করা হচ্ছে, তাই গুজব। গুজবে কান না দিয়ে ঘটনার সত্যতা যাচাই করে শেয়ার করতে হবে। ফেইক আইডিতে ব্যতিক্রম তথ্যচিত্র শেয়ার করে জাতিকে বিভ্রান্ত না করার অনুরোধ জানান জেলা প্রশাসক। হুশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম অপব্যবহারকারীর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। তথ্য প্রযুক্তির মাধ্যমে উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে তিনি বলেন, তথ্য প্রযুক্তির জন্য পেপারলেস হচ্ছে দাপ্তরিক কাজ। ই-ফাইলিং, ই-নথি এবং ই-গভর্ণেন্স কার্যক্রম চলছে। সে জন্য সরকার দ্রুত সেবা দিতে সক্ষম হয়েছে। দেশ তথ্য প্রযুক্তিগতভাবে অনেক দূর এগিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। ১৩ ডিসেম্বর ২০১৯ ইং বৃহস্পতিবার সকাল ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউসে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ উপলক্ষে আয়োজিত ‘সত্য মিথ্যার যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’-শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাজনীতি, অর্থনীতি, আইন, ধর্ম ও সরকারের নানামুখী উন্নয়ন কর্মকা- নিয়ে একটি কুচক্রী মহল প্রতিনিয়ত গুজব ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। এ ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। সেমিনারে ইন্টারনেটের এ যুগে তরুণ সমাজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন তথ্য শেয়ার করবার আগে নিশ্চিত হয়ে নেয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে মূখ্য আলোচক চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ দেখতে চাই। তথ্য প্রযুক্তিজ্ঞান ছাড়া দারিদ্র্যমুক্ত বাংলাদেশ সম্ভব নয়। শিল্প কারখানায় এখন শ্রমিকরা মেনুয়্যালী কাজ করছেন। আগামী কয়েক বছরের মধ্যে রোবট দিয়ে শিল্প কারখানা চলবে। মানুষ ঘরে বসে দাপ্তরিক কাজ করতে পারবে।
চতুর্থ শিল্প বিপ্লবকে সময়ের বাস্তবতা উল্লেখ করে তিনি বলেন, শিল্প বিপ্লব হলো ইঞ্জিনিয়ারিং বিষয় উন্নত হওয়া। তথ্য প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং এ উন্নত হয়ে আমাদের এ বিপ্লব স¦ার্থক করতে হবে। এর থেকে বাংলদেশের পিছিয়ে থাকার সুযোগ নেই। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্টিত ডিজিটাল বাংলাদেশ দিবসের আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. আসাদুজ্জামান। সেমিনারে আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে সকাল সাড়ে ৯টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ উপলক্ষে সার্কিট হাউসের সামনে থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এসময় জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা-কর্মচারীরা র‌্যালি ও সেমিনারে অংশ নেন।

সেমিনারের আলোচনা পর্ব শেষে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ এর প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত রচনা ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রতিযোগিতায় বিজয়ী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031