লামার সরই ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

॥ রাহুলবড়–য়া ছোটন, বান্দরবান ॥ বান্দরবানের লামার সরই ইউনিয়নে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪ কোটি ৪ লক্ষ টাকা ব্যয়ে ১০শয্যা বিশিষ্টমা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এই কেন্দ্রের উদ্বোধন করেন। এর পরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মাঠে এক উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া সরকারি সফরে এসে শনিবার সরই ইউনিয়নে পার্বত্য মন্ত্রী সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৩ কোটি ২১ লক্ষ টাকা ব্যয়ে সরই ইউনিয়ন পরিষদ হতে হাসনাভিটা রাস্তার উদ্বোধন, বেলা সাড়ে ১০টায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে সরই মসজিদ ভিটায় মসজিদ নির্মাণ, বেলা ১১টায় সরই পুলু খালের তেতুলতলায় কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ সড়কে এইজিইডি অর্থায়নে ২ কোটি ৫৯ লক্ষ ৮৬ হাজার টাকা ব্যয়ে ৬০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ উদ্বোধন করেন।
দুপুর সাড়ে ১২টায় নবনির্মিত হাসপাতাল কমপ্লেক্সের মাঠে পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেয় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পরিবার পরিকল্পনা বিভাগ বান্দরবানের উপ-পরিচালক ডাঃ অং চা লু। এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. রেজা সরোয়ার, জেলা সিভিল সার্জন অংশৈ প্রু চৌধুরী, পাবত্য আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের প্রকল্প পরিচালক (পিডি) আবদুল আজিজ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবু সাদত মো. জিল্লুর রহমান, পার্বত্য উন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছির আরাফাত, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, লামা পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা সহ প্রমূখ।
উদ্বোধন অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বলেন, যোগাযোগ, স্বাস্থ্যসেবার উন্নয়নে আরো একধাপ এগিয়ে গেল লামার সরই ইউনিয়ন। আগামীতে বিদ্যুৎ দাবী পূরণ করার প্রতিশ্রুতি দিয়ে বীর বাহাদুর আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-নজর রয়েছে পার্বত্য এলাকায়। এই সু-নজরের কারণে পাহাড়ে উন্নয়নের যাত্রা অব্যাহত রয়েছে। বক্তব্যে শেষে পার্বত্য মন্ত্রী ইউনিয়নের দুর্গম এলাকার বাসিন্দাদের মাঝে সোলার (সৌর বিদ্যুৎ) বিতরন করেন।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
29