করোনাভাইরাস শনাক্তে চীন সরকারের সহায়তা হিসাবে টেস্ট কিট ও বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ঢাকায় এসে পৌঁছেছে

বৃহস্পতিবার বিকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদের হাতে সরঞ্জামগুলো তুলে দেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং

অধ্যাপক আজাদ জানান, চীন থেকে দ্বিতীয় দফায় আসা এই মেডিকেল সরঞ্জামের মধ্যে ১০ হাজার টেস্ট কিট, চিকিৎসকনার্সদের জন্য ১০ হাজার পিপিই, ১৫ হাজার এন৯৫ মাস্ক এবং এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার রয়েছে

বিশ্বে মহামারী রূপ নেওয়া নভেল করোনাভাইরাস চীন থেকে দিন মাসে ছড়িয়ে পড়লেও এখন দেশটিতে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। বিশ্বের বিভিন্ন দেশকে এখন সহায়তা করছে তারা।

এর আগে বাংলাদেশে কভিড১৯ রোগী পাওয়ার আগেই ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে ৫০০ টেস্ট কিট পাঠিয়েছিল চীন।

ওই সময়েবন্ধুত্বমূলক সহায়তাহিসাবে চীনাদের জন্য ১০ লাখ হ্যান্ড গ্লাভস, পাঁচ লাখ ফেস মাস্ক, দেড় লাখ মাথার ক্যাপ, এক লাখ হ্যান্ড স্যানিটাইজার, ৫০ হাজার সু কাভার এবং হাজার গাউন পাঠিয়েছিল বাংলাদেশ।

চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, “দুই দেশের বন্ধুত্বের নিদর্শন হিসাবে আমরা ধরনের উপহার বিনিময় করেছি। বিপুল পরিমাণ সরঞ্জাম কার্গো বিমানে এসেছে, আমরা সেগুলো গ্রহণ করলাম।

তিনি বলেন, ”চিকিৎসক নার্সদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর অনুরোধ আমরা করেছিলাম। আমরা ইতোমধ্যে জেনেছি, মান্যবর রাষ্ট্রদূত চীন সরকারের সঙ্গে কথা বলে বিষয়ে প্রস্তুতি গ্রহণ করছেন।নভেল করোনাভাইরাস শনাক্তে চীন সরকারের দেওয়া ১০ হাজার টেস্ট কিট ১০ হাজার ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) বৃহস্পতিবার ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছলে তা হস্তান্তরের জন্য উপস্থিত ছিলেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত লি জিমিং।

রাষ্ট্রদূত লি জিমিং সাংবাদিকদের বলেন, “আমরা এখনো ভাইরাসের সঙ্গে যুদ্ধ করছি। চীন এখন ভালো অবস্থায় আছে। বাংলাদেশও যুদ্ধ করছে। আমি আশা করি, চীন অন্য দেশের সহায়তায় বাংলাদেশও এই ভাইরাসের বিরুদ্ধে জয়ী হবে। সুতরাং আপনারা আত্মবিশ্বাসী হোন।

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের পক্ষ থেকে সরঞ্জাম পাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বাংলাদেশের জনগণ সরকার এখান থেকে চীনের জনগণের জন্য অনেক সরঞ্জাম পাঠিয়েছিল কিছু দিন আগে। তার প্রতিদান হিসাবে আমরা এই সহায়তা করছি।

করোনাভাইরাস মোকাবেলায় চীন থেকে বিশেষজ্ঞ দল আগমনের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে রাষ্ট্রদূত জিমিং বলেন, “আমরা এটা নিয়ে কাজ করছি। বেইজিং থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে

কিন্তু ভাইরাসটি সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আক্রমণ করেছে। অনেক দেশে পরিস্থিতি খুব মারাত্মক, বাংলাদেশ এখনও সেই তুলনায় আক্রান্ত নয়। ওই আক্রান্ত দেশের দিকে আমরা এখন বেশি মনোযোগ দিচ্ছি।

তবে অনলাইনের মাধ্যমে বাংলাদেশের চিকিৎসক নার্সরা সেদেশের বিশেষজ্ঞের সহায়তা এখনই নিতে পারে বলে মন্তব্য করেন তিনি

জ্যাক মার উপহার আসছে রোববার

নভেল করোনাভাইরাস মোকাবেলায় আলিবাবার সহপ্রতিষ্ঠাতা চীনা ধনকুবের জ্যাক মার পক্ষ থেকে বাংলাদেশের জন্য সুরক্ষা সরঞ্জাম রোববার আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ

ওই দিন রাতে চিকিৎসা সরঞ্জামবাহী বিশেষ ফ্লাইট ঢাকায় পৌঁছার কথা রয়েছে জানিয়ে তিনি বলেন, ”প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ৩০ হাজার টেস্ট কিট এবং লাখ মাস্ক থাকবে সেই সরঞ্জামের মধ্যে।

এর মধ্যে লাখ ৭০ হাজার সার্জিক্যাল এবং ৩০ হাজার এন৯৫ মাস্ক রয়েছে বলে জানান তিনি

শনিবার এক টুইটে মরণঘাতি ভাইরাস মোকাবেলায় বাংলাদেশসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার ১০টি দেশকে মাস্ক পরীক্ষার কিটসহ সুরক্ষা সরঞ্জাম দেওয়ার ঘোষণা দিয়েছিলেন জ্যাক মা

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031