দেশ ব্যাপি ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাস রোগের কারণে চট্টগ্রাম সিটি করোপোরেশনের (চসিক) নির্বাচন স্থগিত করা হয়েছে।
আজ (২১শে মার্চ )শনিবার দুপুরে নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।কমিশন সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।একই সঙ্গে ঐদিন অনুষ্ঠেয় বগুড়া-১, যশোর-৬ আসনের উপনির্বাচন এবং স্থানীয় সরকার পরিষদের আরো কয়েকটি ভোট স্থগিত করা হয়েছে।
এর আগে করোনাভাইরাসের কারণে জনস্বার্থে চ.সি.ক নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছিলেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন সহ অন্যান্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
ইসির আঞ্চলিক কার্যালয় সূত্রে আরো জানান যে, চসিক নির্বাচনের তারিখ ও সময় পরবর্তীতে সংবাদ সম্মেলন করে সকল কে জানানো হবে।