আশরাফ উদ্দিন, মিরসরাই প্রতিনিধি ::: গাড়ি শুন্য ঢাকা-চট্টগ্রাম মহাড়কের মিরসরাই অংশে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়েগেছে একটি হাইচ মাক্রো। এতে আরোহন কারী ৫ রাশিয়ান নাগরিক আহত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা সোনাপাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত একজনের আঘাত গুরুতর হলেও বাকি চার জন প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেন। জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকামুখী হাইচ মাইক্রো (নং চট্টমেট্রো চ ৫১-২২৪৬) সোনাপাহাড় মামা ফকির আস্তানার সামনে নিয়ন্ত্রন হারিয়ে খাদে উল্টে যায়। হাইচটি শিল্প প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডের বলে জানা গেছে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ ফিরোজ জানান, হাইচটি পাঁচজন রাশিয়ান নাগরিকসহ ৭জন যাত্রি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। যাওয়ার পথে টায়ার ফেটে গেলে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে একজন একটু বেশি আঘাত পেয়েছেন অন্যরা তেমন আঘাত পাননি। গাড়িটি উল্টে যাওয়ার পর পরই অপর একটি গাড়ি যোগে আহত যাত্রীরা পুনরায় চট্টগ্রামের দিকে রওয়ানা হয়ে যায়। তাই আহতের নাম জানা সম্ভব হয়নি বলে জানান তিনি।