চট্টগ্রামে শ্বাসকষ্ট নিয়ে ২ জনের মৃত্যু, নমুনা সংগ্রহ

চট্টগ্রাম ব্যুরো :: চট্টগ্রামে শ্বাসকষ্টসহ নিউমোনিয়ার কিছু উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন সত্তরোর্ধ্ব এক মুক্তিযোদ্ধাসহ দুজনের মৃত্যু হয়েছে, নভেল করোনাভাইরাস পরীক্ষার জন্য যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এরা হলেন- চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা আলিম উল্লাহ (৭১)। অপরজন ২৪ বছর বয়সী এক তরুণ।
আলিম সোমবার বিকালে চট্টগ্রামে করোনাভাইরাসের চিকিসার নির্ধারিত চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এবং তরুণটি আগের রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বলে চিকিৎসকরা জানান।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী মিয়া বলেন, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রোববার রাতে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন ওই মুক্তিযোদ্ধা। সোমবার বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়।
আর চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা ওই তরুণ শ্বাসকষ্ট নিয়ে রোববার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন স্বজনরা গণমাধ্যমকে জানান।
হাসপাতালের উপ-পরিচালক বলেন, ওই তরুণ তরুণের নিউমোনিয়া নিয়ে রোববার ভর্তি হন। পরে রাতের দিকে তার মৃত্যু হয়।
নভেল করোনাভাইরাসের পরীক্ষার জন্য মৃত দুজনের নমুনা সংগ্রহ করে ফৌজদারহাটের বিআইটিআইডির ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন।

Archive Calendar
Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
252627282930