করোনাভাইরাস পরিস্থিতিতে নগরীর বিভিন্নস্থানে হতদরিদ্র, ভিখারী, ছিন্নমূল, ভাসমান মানুষ ও পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ অব্যাহত রেখেছে বেসরকারি উন্নয়ন সংস্থা-ইফেক্টিভ ক্রিয়েশন অন হিউম্যান অপিনিয়ন (ইকো)। আজ ২৩ এপ্রিল ২০২০ ইং বৃহস্পতিবার দুপুরে ১০ম দিনের মতো নগরীর সিরাজদৌল্লা রোড, মিছকিন শাহ’র মাজার, চট্টগ্রাম কলেজ রোড, চকবাজার, ওয়ার সিমেট্রি ও বদনা শাহ’র মাজার গেইটের আশপাশের এলাকায় ৩০০ জন ভিখারী ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার তুলে দেয়া হয়। এসময় অন্যান্যের মধ্যে খাবার বিতরণে সহযোগিতা করেন ইকো’র সভাপতি মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি, সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, দপ্তর সম্পাদক এস এম আবু ইউসুফ, সদস্য বিশ্বজিৎ বড়–য়া, সিরাজদৌল্লা দৌলত, আমিনুল ইসলাম আজাদ, জামাল আহমেদ সোহেল প্রমূখ।
ইকো’র সভাপতি মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি করোনাভাইরাস পরিস্থিতিতে ভাসমান ও পথশিশুদেও বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদেরকে আর্থিকভাবে অথবা রান্নার প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে ইকো’র পাশে থাকার আহবান জানান। এ কর্মসূচী সফল করতে যারা বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানান তিনি