॥ শেখ ইমতিয়াজ কামাল ইমন ॥ করোনা ভাইরাসের প্রার্দুভাব মোকাবেলায় হাতে অস্ত্র কাঁধে মানবতা নিয়ে রাঙ্গামাটির দুর্গম পাহাড়ী গ্রামগুলোতে সেনাবাহিনী তাদের নিজস্ব প্রাপ্ত রেশন থেকে রেশন বাঁচিয়ে কর্মহীন দুস্থদের ত্রাণ সহায়তা পৌছে দিয়েছে রাঙ্গামাটি সদর জোন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে রাঙ্গামাটির উলুছড়িসহ বিভিন্ন পাহাড়ী গ্রামগুলোতে ঘরে ঘরে গিয়ে ত্রাণ সহায়তা পৌছে দেন রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ রফিকুল ইসলাম পিএসসি।
সকালে রাঙ্গামাটির ৪টি পাহাড়ী ও বাঙ্গালী গ্রামে সেনাবাহিনীর সদস্যরা নিজের কাঁধে করে রাঙ্গামাটি সদর উপজেলার দূর্গম উলুছড়ি, শিমুলতলী, পাবলিক হেলথ ও ডুবাছড়াসহ বিভিন্ন এলাকায় প্রায় ৩ শতাধিক দুস্থ, গরীব এবং অসহায় জনগোষ্ঠীর পরিবারের হাতে এই সকল ত্রাণ সহায়তা পৌছে দেয়া হয়।
ত্রাণের প্রতিটি ২০ থেকে ২২ কেজি ওজনের প্যাকেটে চাল, আটা, পেঁয়াজ, ডাল, এবং তেলসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া উক্ত এলাকা সমূহ গরীব ও দুস্থ পরিবার সমূহকে সাহায্য সহযোগিতা নিশ্চিত করাসহ তাদেরকে নিজ বাড়ীতে অবস্থান করতে উৎসাহিত যোগাচ্ছেন তারা।
ত্রাণ সামগ্রী বিতরণের সময় রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ রফিকুল ইসলাম পিএসসি বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সহায়তার পাশাপাশি জরুরী প্রয়োজন ছাড়া বাড়ীর বাইরে না যাওয়া এবং করোনা প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলাসহ সবাইকে সঠিক ভাবে হাত ধোয়া, মাস্ক পরিধান করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান। তিনি আরো বলেন, কোন দূর্যোগপূর্ণ মুর্হুতে সেনাবাহিনী সার্বক্ষণিক জনগণের পাশে ছিল এং আগামীতেও থাকবে। এই জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় রাঙ্গামাটি সদর জোনের বিভিন্ন ক্যাম্পের উর্দ্ধতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই নিয়ে রাঙ্গামাটি জোনের আওতাধীন এলাকার প্রায় ৮ শতাধিক পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করেছে রাঙ্গামাটি জোনের দায়িত্বে থাকা ২০ বীর।
![](https://samonnoynews24.com/wp-content/uploads/2025/01/Pic-22-02-2025-1.jpg)